বিনোদন

উড়ে গেল জগদ্ধাত্রী, TRP তালিকায় শীর্ষে ফুলকি!

 

গত কয়েক সপ্তাহে বাংলা সিরিয়ালের টিআরপি-র তালিকা বেশ বদলে গেছে। গত সপ্তাহে সেরা পাঁচে ঠাঁই পায়নি অনুরাগের ছোঁয়া। অন্যদিকে রাণী আর গীতা দারুণ প্রশংসা কুড়োচ্ছে। এই সপ্তাহে টিআরপি-র তালিকার শীর্ষে রয়েছে অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু।

গত সপ্তাহে ষষ্ঠ স্থানে থাকা ফুলকি এই সপ্তাহে উঠে এসেছে দশম স্থানে। ফুলকির এই সাফল্যে খুশি অভিনেত্রী তৃণা সাহা। তিনি বলেন, “আমাদের দলের সবার পরিশ্রমের ফলেই এই সাফল্য। দর্শকদের ভালোবাসায় আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করব।”

ফুলকির গল্পের ট্র্যাক বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ফুলকি আর ঋষভের প্রেম, ফুলকির পরিবারের সমস্যা, সব মিলিয়ে দর্শকদের মন জয় করেছে এই সিরিয়াল।

Related Articles