বিনোদন

অসুস্থ ছেলে রাজ্য, সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন শরিফুল রাজ?

 

চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর অসুস্থতার খবর ইতিমধ্যেই সকলেরই জানা। তবে দু’দিন আগে ছেলের সুস্থ হওয়ার খবরও জানিয়েছিলেন নায়িকা।

শুক্রবার ছেলের সুস্থ হওয়ার খবর জানিয়ে পরীমণি ফেসবুকে লেখেন, “আমার সোনা রাজ্য এখন সম্পূর্ণ সুস্থ। আল্লাহর কাছে শুকরিয়া। সবাই দোয়া করবেন, আমার রাজ্য সবসময় ভালো থাকুক।”

এর আগে বুধবার কলকাতায় আসেন পরীমণি। খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন পরীমণি ও তাঁর বাড়ির পাঁচ সদস্য। বাড়ির অন্যরা সুস্থ হলেও পরীমণির ছেলের শারীরিক উন্নতি না হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে আসেন নায়িকা। খুবই অসহায়তা অনুভব করেছিলেন তিনি। সে কথা সকলকে জানিয়েওছিলেন।

তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে নায়িকার ছোট্ট পদ্ম ওরফে রাজ্য। ট্যাক্সি করে মায়ের সঙ্গে শহরে ঘুরেওছে সে। মুখে হাসি ফুটেছে মা পরীর।

Related Articles