Lok Sabha Election 2024 : বারুইপুরে অভিনব প্রচার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের
Lok Sabha Election 2024 : Trinamool Congress candidate Sayani Ghosh's novel campaign in Baruipur

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা : বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে হাড়দহ অঞ্চলের মঙ্গলবার সকালে উত্তর ভাগ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে প্রচার শুরু করেন প্রচার শেষ করবেন হাড়দহ অঞ্চলে। প্রচুর পরিমাণে কর্মীদের উচ্ছ্বাসের মধ্যে হুট খোলা গাড়িতে প্রচার করছেন অতিরিক্ত গরমকে অপেক্ষা করে। সাংবাদিকের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বলেন প্রচারে জিততে পারবে না বলে বিরোধীদের চক্রান্ত সমস্ত ed cbi কে ব্যবহার করছে তাছাড়াও কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দমানো যাবে না।
এক মাসের উপরে প্রচার চলছে তবু কর্মীদের মনে একটুও ভাঁটা পড়েনি। হাড়দহ অঞ্চলে ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য সনাতন মন্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে মালা পরিয়ে বরণ করে নেন টেংরাবেরিয়া এলাকায়। তাছাড়া বারুইপুর পূর্ব বিধানসভা বিধায়ক ও হারদা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রুলামিন লস্করকে বরণ করে নেয়।