lok sabha election 2024: জয়নগরে ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ
Trinamool-BJP clash again in Jayanagar

The Truth of bengal: সকাল থেকে বারবার উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ। মৈপীঠের বৈকণ্ঠপুর গ্রামের ২৭০ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপির অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে তাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়। মেরে হাত-পা ভেঙে দেওয়া হয়। তাদের দিকে ওঠা অভিযোগ করে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির পক্ষ থেকেই প্রথম হামলা চালানো হয়।
এর আগে কুলতলি বিধানসভার মেরিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতে ৪০ ও ৪১ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। তাদের আনা হয়েছে কুলললি গ্রামীণ হাসপাতালে। সেখানে সবার চিকিৎসা চলছে। বাকিবিল্লা লস্কর নামে এক তৃণমূল কর্মীর মাথা ফাটে। অন্যদিকে, মিলন নস্কর নামে এক বিজেপি কর্মী আহত হন।
অন্যদিকে, মথুরাপুরে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। মথুরাপুর লোকসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের ১১১ নম্বর বুথের ভোটাররা ভোট বয়কটের ডাক দেন। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বহুদিন ধরেই রাস্তার হাল বেহাল। কোনও কাজ হয়নি। ভোট বয়কটের খবর পেয়ে বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত ঘটনাস্থলে পৌঁছন। পরে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকাবাসী। এই ঘটনায় সাময়িক অশান্তি শুরু হয়। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।