lok sabha election 2024: লোকসভা কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বীতায় চড়ছে পারদ, ভোট যুদ্ধে মালদা দক্ষিণ কার দখলে?
lok sabha election 2024:The mercury is riding high in a three-way contest in the Malda South Lok Sabha constituency

The Truth of Bengal: মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বীতায় চড়ছে পারদ। চড়া রোদ আর প্রকৃতির ভ্রকূটি উপেক্ষা করেই ভোটারদের দরবারে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। বাম-কংগ্রেসের জোটপ্রার্থী ইশা খান চৌধুরীর সঙ্গে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর টক্করে নতুন মাত্রা যোগ করেছেন তৃণমূলের শাহনাজ আলী রায়হান। ৩ প্রার্থীর মাটি কামড়ে লড়াই গৌড়বঙ্গের রাজনৈতিক উত্তাপ কয়েকগুই বাড়িয়ে তুলেছে। পরিবর্তন না প্রত্যাবর্তন, কোনপক্ষে হাওয়া জোরদার তাই নিয়ে তপ্ত এখন গণিগড়।
উনিশে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই ছিল জোরদার। কাঁটায় কাঁটায় সেই লড়াই কী এবার মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে দেখা যাবে, নাকি ছবিটায় বদল আসবে? আড্ডার আসরে চলছে জোরদার আলোচনা। কারণ এবার গণিখান চৌধুরীর গড় বলে পরিচিত এই কেন্দ্রে বহুমুখী প্রতিদ্বন্দ্বীতা নজরে আসছে। গতবার কংগ্রেসের ইশা খান চৌধুরী জিতলেও তাঁকে কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখে ফেলেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী। আবু হাসেম খান চৌধুরী ৩৪শতাংশের কাছে ভোট পান। গেরুয়া শিবিরের শ্রীরূপা ১৫শতাংশ ভোট বাড়ায়।তৃণমূলও ৬শতাংশের কাছে ভোট বাড়িয়ে জমি শক্ত করে। এবার বাম-কংগ্রেসের জোট প্রার্থী ইশা খান চৌধুরীর বিরুদ্ধে লড়াইতে শ্রীরূপার মতোই রয়েছেন তৃণমূলের শাহনাওয়াজ আলি রায়হান। দিল্লির দরবারে কার কন্ঠ এবার শোনা যাবে ?কতটা কনফি়ডেন্ট ইশা?
তৃণমূল কংগ্রেই বিজেপিকে রুখতে পারবে, লড়াইয়ের ময়দানে আসল ফাইট দিতে সক্ষম। কংগ্রেসের হাত দুর্বল বলে কটাক্ষ করে পাল্টা প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস।তাঁদের দাবি,সিএএ-এনআরসির নামে বিজেপির বিভাজনের রাজনীতি বাংলায় কোনওভাবেই ঠাঁই পাবে না।গঙ্গার ভাঙন রোধের মতো ইস্যুতেও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রচারে জোর দিচ্ছেন তৃণমূল প্রার্থী।
একবার দেখে নেব মালদা দক্ষিণের ভোটচিত্র
- লোকসভা কেন্দ্রে রয়েছে ৭টি বিধানসভা
- ইংরেজবাজার, মানিকচক, সুজাপুর
- মোথাবাড়ি, বৈষ্ণবনগর বিধানসভা
- রয়েছে মুর্শিবাবাদের সামসেরগঞ্জ, ফারাক্কা
- মোট ভোটার ১৫লক্ষ ৬৭ হাজার ১০৭
কংগ্রেসের সাংসদের ব্যর্থতা আর বিজেপির গঙ্গা ভাঙন নিয়ে রাজনীতিকে হাতিয়ার করছে তৃণমূল।বিজেপি এবার কোন ইস্যুতে লড়াইয়ে জোর দিচ্ছে ? বিজেপি প্রার্থীকে তৃণমূলের কড়া জবাব,১০০দিনের কাজের মতোই গঙ্গার ভাঙন রোধেও তো টাকাই দেয়নি কেন্দ্র,তখন কেন বিজেপির নেতা বা প্রার্থীরা মুখ বুজে ছিলেন ?একশদিনের কাজের মতোই মালদার ঙাঙন সহ সামগ্রিক বঞ্চনা ইস্যুতে সোচ্চার বিজেপির বিরুদ্ধে নতুন উদ্যমে লড়াইতে নামা তৃণমূল প্রার্থী। ইতিবাচক ইস্যুতে সাড়া ফেলতে তৈরি সব শিবিরই। ২০২১এ এই লোকসভার অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়।ইংরেজবাজার বিধানসভায় একমাত্র জয়ী হয় বিজেপি।
- একনজরে দেখে নেব উনিশের ভোটের ছবিটা
- কংগ্রেস প্রার্থী পান ৪৪,৪২৭০টি ভোট
- বিজেপির প্রার্থী পান ৪৩,৬০,৪৮টি ভোট
- তৃণমূল প্রার্থী পান ৩৫,১৩,৫৩টি ভোট
চব্বিশে এই ভোটচিত্রে বদল আসবে বলে সবদলের দাবি।রুটি রুজি থেকে রোজকার লড়াই,সীমান্তের সমস্যা থেকে মালদার শিক্ষা-সংস্কৃতির উন্নয়ন এবার বড় ইস্যু হিসেবে উঠে আসছে।