lok sabha election 2024: নজরে ষষ্ঠ দফা-হেভিওয়েটের ছড়াছড়ি : অভিজিৎ-দেবাংশু, দেব-হিরণ, সৌমিত্র-সুজাতা, জুন-অগ্নিমিত্রা
lok sabha election 2024: Sixth Round-Heavyweight Lineup at a Glance

The Truth of Bengal: ষষ্ঠ দফায় আগামী ২৫ মে রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। লোকসভা কেন্দ্রগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল এবং মেদিনীপুর। মোট ৭৯ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে এই দিন। ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই দুটি লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ১৩ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তমলুক, কাঁথি ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী রয়েছেন ৯ জন করে। ৭ জন করে প্রার্থী রয়েছেন ঘাটাল ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১২। ষষ্ঠ দফাতেও রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তার মধ্যে উল্লেখযোগ্য ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেতা দেব, তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া ও বিজেপির অগ্নিমিত্রা পাল, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সৌমিত্র খাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। সুজাতা সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা এই কেন্দ্রের লড়াই হবে এবার জমজমাট।
নির্বাচনের প্রচারে কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। নজর কা কেন্দ্র গুলির মধ্যে অন্যতম এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি। ষষ্ঠ দফায় আরও একটি নজর কাড়া কেন্দ্র তমলুক। এই কেন্দ্রে সম্মুখ সমরে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। লড়াই হাড্ডাহাড্ডি বলে মনে করছে রাজনৈতিক মহল। একজন প্রাক্তন বিচারপতি অন্যজন ছাত্র-যুব মুখ। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক মামলায় বড় রায় ঘোষণা করে একদা জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আবার রাজনীতিতে নাম লিখিয়ে নিন্দিতও হয়েছেন জনগণের একাংশের কাছে। প্রতিপক্ষ দেবাংশু সোশ্যাল মাধ্যম ও বিভিন্ন টিভি চ্যানেলে দৌলতে পরিচিতি পেয়েছেন বাংলার ঘরে ঘরে।
ষষ্ঠ দফায় আরও একটি নজর কাড়া কেন্দ্র ঘাটাল। এই কেন্দ্রে মুখোমুখি দেব বনাম হিরণ। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব গত পাঁচ বছরে সাংসদ হিসেবে নজর কেড়েছেন। তার বিনয়ী আচরণ রাজনীতিতে এক অন্য স্রোত নিয়ে এসেছে। বিপক্ষ হিরণ লাগাতার আক্রমণ করে চলেছেন প্রতিপক্ষকে। শত আক্রমণের মুখে পড়েও দেব অটল নিজের বিনয়ী মনোভাবে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রেও লড়াই দুই তারকার। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। তার প্রতিপক্ষ বিজেপির অগ্নিমিত্রা পাল। ২০১৯ এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজয়ী হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। এবার তাঁর পরিবর্তে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রাকে। নজরকাড়া কেন্দ্রের মধ্যে রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটিও। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার পুনরায় এই কেন্দ্রে বিজেপির প্রার্থী। তৃণমূলের হয়ে লড়াই নেমেছেন জেলার অন্যতম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। ষষ্ঠ দফায় একাধিক হেভিওয়েটের অগ্নিপরীক্ষা হতে চলেছে।