Lok Sabha Election 2024: মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারের সুভারম্ভ করলেন রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী
Lok Sabha Election 2024: Raiganj Lok Sabha BJP candidate started his election campaign by performing puja at the temple

The Truth Of Bengal: সত্যেন মহন্তঃ হেমতাবাদ, উত্তর দিনাজপুর: হেমতাবাদের প্রসিদ্ধ মা উৎমাই চন্ডী মন্দির এবং থানা কালি মন্দিরে পুজো নিবেদন করে বুধবার দিনভর ভোট প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল। ভানুরাম বর্মণ, দিলীপকুমার বর্মণ, মানস ঘোষ, সৌমিতা সরকার, নিমাই কবিরাজ, সূপর্ণা ভট্টাচার্য, গৌরাঙ্গ দাসের মতো বহু বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন কার্তিক পালের ভোট প্রচারে। হেমতাবাদ বাজার এলাকায় পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী। এরপর বিজেপির হেমতাবাদ ১ ও ২ নম্বর মন্ডল কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন রায়গঞ্জ আসনের পদ্মপ্রার্থী।
[ আরও পড়ুন ঃ
লোকসভা ভোটের আগে আবারো মুর্শিদাবাদে বোমা উদ্ধার
]
ভোট প্রচার কর্মসূচির মাঝেই কর্মীদের উৎসাহ দিতে দেওয়াল লিখনে প্রতীকী অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী। দুপুরে হেমতাবাদ বিধানসভার অধিনে রায়গঞ্জের বিন্দোল বালিয়াদিঘীতে প্রাক্তন বিধায়ক স্বর্গীয় দেবেন্দ্রনাথ রায়ের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর ঐতিহ্যবাহী মা ভৈরবী মন্দিরে পুজো নিবেদন করেন। বাজেবিন্দোলে জনজাতি সংযোগ শেষে লক্ষ্মনীয়ার বজরংবলী মন্দির ও মহারাজা হাট শ্মশান কালীমন্দিরে পুজো। বিকেলে হেমতাবাদের ৩,৪ ও ৫ নম্বর মন্ডলের বিজেপি কার্যকর্তাদের নিয়ে বৈঠকের পর হেমতাবাদের চৈনগর, বিষ্ণুপুর ও নওদা অঞ্চলে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী।