মসনদের লড়াইরাজ্যের খবর

বিকেল ৫টা পর্যন্ত ভোট ৭০.১৯ শতাংশ, দেখুন কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল

Polling is 70.19 percent till 5 pm, see how many polling stations have polled

The Truth Of Bengal : বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে ভোটের হার ৭৭.৯৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে বিষ্ণুপুরে, ৮১.৪৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়ায় ৭৪.০৯ শতাংশ।

ষষ্ঠ দফায় ৮ কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৭.৯৯ শতাংশ।

তমলুকে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ

কাঁথিতে কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ

ঘাটালে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৯২ শতাংশ

ঝাড়গ্রামে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৯.৬৮ শতাংশ

মেদিনীপুরে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ

পুরুলিয়া বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৪.০৯ শতাংশ

বাঁকুড়া বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৬.৭৯ শতাংশ

বিষ্ণুপুর কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮১.৪৭ শতাংশ

ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে ৮ কেন্দ্রে ভোট হচ্ছে। ভোটগ্রহণ চলছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটাল ও ঝাড়গ্রাম লোকসভা আসনে। রাজ্যে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। সকাল থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তি মাঝে চলছে ভোটগ্রহণ। বেশ কিছু বুথে এদিনও সকাল থেকে ইভিএম নিয়ে অভিযোগ আসতে থাকে। কিছু বুথে এজেন্ট বসানো নিয়েও অশান্তি হয়।

অন্য সব কেন্দ্রে শান্তিতে ভোট হলেও সকাল থেকে দফায় দফায় অশান্তি ছড়ায় কেশপুরে। মেদিনীপুরের কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটে। দুপুরের পর ঝাড়গ্রামেও অশান্তি ছড়ায়। তৃণমূল সমর্থক মহিলাদের ওপর আক্রমণ চালায় বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীরা। গ্রামে ঢুকে ভয় দেখানোর অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী প্রণত টুডু ও তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। তৃণমূলকে ভোট দিলে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয়। করবেটা এক নম্বর ব্লকের খড়কুসমা ২১২ নম্বর বুথে ঘটনা। ষষ্ঠ দফায়ও অভিযোগের বন্যা বয়ে যায় কমিশনে। সব দল কমবেশি অভিযোগ জানাতে থাকে। সব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করে কমিশন।

Related Articles