মসনদের লড়াই

কোনও উস্কানিমূলক মন্তব্য বা বিভাজনকামী বক্তব্য প্রচারে তুলে ধরা যাবে না,কড়া বার্তা কমিশনের

No provocative comments or divisive statements can be aired, the Commission's strict message

The Truth of Bengal: ১৬মার্চ দিল্লির বিজ্ঞানভবনে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ৩সদস্যের কমিশন স্পষ্ট জানায়,তাঁরা আদর্শ আচরণ বিধি রক্ষায় সজাগ ভূমিকা পালন করবে। সেখানে পরিষ্কার জানানো হয়,উস্কানিমূলক ও বিদ্বেষমূলক কোনও বক্তব্য রাখতে পারবেন না কোনও নেতা। দেশের কোনও প্রান্তে হিংসার খবর মিললে, কমিশন কঠোর পদক্ষেপ করবে। কাউকে রেয়াত করা হবে না। তবুও নির্বাচনী প্রচারে বিজেপির নেতারা উস্কানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিজেপিকে পাল্টা দিতে কংগ্রেসের নেতারাও আপত্তিকর মন্তব্য করেন বলে সরব বিজেপি শিবির।

দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে। সেবিষয়ে এবার কড়া নির্দেশ জারি করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে,কোনও দলের নেতাই কোনও প্ররোচনামূলক বক্তব্য পেশ করতে পারবে না,যাতে সংসদীয় রীতি –ঐতিহ্য ও সামাজিক শৃঙ্খলায় সমস্যা হয়। বিজেপির স্টার ক্যাম্পেনার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কংগ্রেসের স্টার ক্যাম্পেনার রাহুল গান্ধী সম্পর্কে এই কড়া বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।

কারণ দুই নেতার বিরুদ্ধেই আপত্তিকর মন্তব্য করার গুরুতর অভিযোগ উঠেছে। তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্দেশিকায় কঠোর মনোভাব ব্যক্ত করেছে জানিয়ে দিল,কোনও দলের প্রচারকই সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য পেশ করতে পারবে না। যদি প্রকাশ্যে এই ধরণের বক্তব্য পেশ করা হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক সম্প্রীতির বিষয়ে সংবেদনশীল বক্তব্য পেশ করা সব দলের নেতাদের যে প্রয়োজন তাও কমিশনের তরফে মনে করিয়ে দেওয়া হয়েছে।

Related Articles