মসনদের লড়াইরাজ্যের খবর
Lok Sabha Election 2024 : “নীশিথের নারি নির্যাতন ” : কটাক্ষ মমতার
Lok Sabha Election 2024 : "Nishith's torture of women" : Mamata's sarcasm

The Truth Of Bengal : সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছেন। আর এবার উত্তরবঙ্গের দিনহাটায় দলীয় প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভিড়ে ঠাসা সভায় বিজেপির প্রার্থী নীশিথ প্রামাণিককে নিশানা করেন। তাঁকে গুন্ডা ও দানব-দস্যু বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুন্ডা প্রার্থী রাজবংশী-সংখ্যালঘুদের ভয় দেখায় বলেও সরব হন তিনি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর আরও অভিযোগ, তিনি কোটি কোটি টাকা ডিল করেন। এনআইএ-কে দিয়ে মহিলাদের অত্যাচার করে বলেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর তাঁকে দেখা যায় না।
এরপরই বিজেপিকে মাফিয়াদের সর্দার বলেও চড়া সুরে গেরুয়া শিবিরকে আক্রমণ শানান বিজেপি বিরোধী শিবিরের অন্যতম মুখ।