মসনদের লড়াই

‘টেম্পো’ হারাচ্ছেন মোদি, সামলাতে কালঘাম ছুটছে বিজেপির, বললেন মহুয়া

Modi is losing 'tempo', BJP is running to cope, said Mahua

The Truth of Bengal: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেম্পো নিয়ে অভিযোগ করেছেন। তিনি নিজেই এখন টেম্পো হারিয়ে ফেলেছেন। এখন তিনি যা যা কথা বলছেন তাতে আমাদের আর কিছু প্রচার করার দরকার নেই। প্রতিবার মুখ খুলে প্রধানমন্ত্রী এমন এমন কথা বলছেন, সেটা সামলাতে বিজেপি ঘাম ছুটে যাচ্ছে।‘ নিজের এলাকায় ভোট দিয়ে বেরিয়ে এই কথা বলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

ঝিটকিপোতায় জুনিয়র বুনিয়াদি বিদ্যালয়ে ভোর পরিদর্শনে আসেন মহুয়া। সেখান তিনি বলেন, ‘আমার পাঁচটাতে লিড ছিল, দুটোতে ডাউন ছিল। গত বার ৬৫ হাজারে জিতেছিলাম, আমি নিশ্চিত এবার ব্যবধান আরও বাড়বে। কারণ আমি ভোটটা নিজে করি। নিজের লোক দিয়ে করি। নির্বাচন কমিশনে আধিকারিকদের মোদি-শাহ দুই তৃতীয়াংশের বিচারে নিয়োগ করেন। স্বাভাবিক এমসিসি ভায়োলেন্সে কমিশন কোনও পদক্ষেপ করে না। প্রথম দু’দফায় সাম্প্রদায়িক কথাবার্তায় কোনও পদক্ষেপ করেনি কমিশন।‘ তবে তাঁর কেন্দ্রে এখনপর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে বলে জানান মহুয়া।

Related Articles