Lok Sabha Election 2024 : নির্বাচনী প্রচারে বেরিয়ে এ কি করলেন তৃণমূল প্রার্থী? দেখে অবাক সকলে
Lok Sabha Election 2024 : What did the Trinamool candidate do in the election campaign? Everyone was surprised

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : ভোট যতই এগিয়ে আসছে, প্রচারে খামতি রাখছেন না কোনো রাজনৈতিক দলই। একদিকে কাঠ ফাটা রোদ, অন্য দিকে ভোটের গরম। আর এই প্রকট গরমকেও উপেক্ষা করে নির্বাচনী ঝড় তুলতে ব্যস্ত তৃণমূল প্রার্থী মিতালী বাগ।
সোমবার সকাল থেকেই তাপমাত্রা প্রায় ৪০° ছুঁই ছুঁই, যতই বেলা বাড়ছে তাপমাত্রা আরো বাড়ছে। তাই প্রার্থীরা সকাল সকাল করেই প্রচার শুরু করে দিচ্ছে। সোমবার সকালে আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগ প্রচার করেন মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায়। তৃণমূল কর্মীদের নিয়ে এলাকার গ্রামে প্রচার করেন তিনি।
সেখানে প্রচারে বেরিয়ে গ্রামে ধান কাটা দেখে তৃণমূল প্রার্থী নিজেই মাঠে নেমে চাষীদের সাথে ধান কাটতে দেখা যায়।
পাশাপাশি ধান মিলতেও দেখা যায় আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগকে। চন্দ্রকোনা এলাকার গ্রামের মানুষ প্রার্থীর ধান কাটা দেখে প্রার্থীকে পেয়ে আনন্দ উচ্ছাস দেখা যায়।