মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : ইমাম মোয়াজ্জিনদের সভায় হাজির তৃণমূল প্রার্থী দেব

Lok Sabha Election 2024 : Trinamool candidate Dev will appear in the meeting of Imam Moazzins

The Truth Of Bengal :  শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:-  একাধিক দলীয় কর্মসূচির মাঝে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ কেশপুর বাজারে একটি ইমাম মোয়াজ্জিনদের সভাতে যোগ দিয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। কেশপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েকশ ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত হয়েছিলেন এই বৈঠকে। বৈঠকের আয়োজক ছিল-অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন চেরিটেবল ট্রাস্ট। সমাজে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, মোহাম্মদ রফিক, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারণী মাইতি, তৃণমূল প্রার্থী দেব ও অন্যান্যরা।

এদিন এই সভাতে – সংগঠনের রাজ্য সহ সম্পাদক মুস্তাক আহমেদ বলেন-” আমরা এলাকায় শান্তি বিরাজ করুক এটা চাই। সংবিধানের সমস্ত কিছু শান্তিতে রক্ষা হোক এটা আমরা চাই। কোথাও কোন বিশৃঙ্খলা এটা আমরা চাই না। শান্তির স্বার্থে আমাদের এই সভা। এদিন সভার মঞ্চে বক্তব্যে দেব বলেন-” আপনারা খেয়াল রাখবেন কেশপুরের ওপর যেন কারো নজর না লাগে। কেশপুর অনেক অশান্তির মধ্য দিয়ে উঠে এলেও এমন একটা জায়গা যেখানে আজ পর্যন্ত কোন দাঙ্গা হয়নি। অথচ সবাই একসঙ্গে থাকেন এখানে। সবাই সুন্দর মিলেমিশে থাকেন। অনেকেই আছে বাইরে থেকে এসে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। আপনাদের তাই ধন্যবাদ যে আপনারা সকলকে এই শান্তিতে থাকার জন্য বোঝাতে পেরেছেন।”

Related Articles