Lok Sabha Election 2024 : কাঠফাটা রোদে হাঁসফাঁস অবস্থা বিজেপি প্রার্থীর, শরবত এগিয়ে দিলেন ভোটাররা
Lok Sabha Election 2024 :The BJP candidate is gasping for breath in the scorching sun, the voters gave her sorbet

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : ভাবাদীঘির জমি জোটকে হাতিয়ার করে গোঘাটের ভাবাদীঘিতে ভোট প্রচার বিজেপির। গোঘাটের ভাবাদীঘি এলাকায় জমি জটের কারণে কয়েক বছর ধরে আটকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ।
এই রেল জোট কাটাতে বিভিন্ন উচ্চপদস্থ রেল আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপদাধিকারী অনেকবার সেখানে পরিদর্শন করেছেন। জমি জটের কারণে এখনো আটকে রেল লাইনের কাজ। স্বাবাভিক ভাবেই প্রশ্নই এখন একটাই তারকেশ্বর বিষ্ণুপুর রেল যোগাযোগের ভবিষ্যত কি?
সামনেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনে ভাবাদঘির জমিজটকে হাতিয়ার করে ভাবাদীঘি এলাকায় প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার। বুধবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ সহ দলের অন্যান্য নেতা কর্মীকে নিয়ে ভাবাদীঘি এলাকায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার।
এদিন সেখানে প্রচারে গিয়ে ভাবাদীঘি নিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন তারা। এরপর তীব্র গরম থেকে বাঁচতে বিজেপি প্রার্থীকে ভোটাররা শরবত এগিয়ে দিলেন।