মসনদের লড়াইরাজ্যের খবর
Trending

Lok Sabha Election 2024: আজ কলকাতায় প্রধানমন্ত্রী, কাল মেগা ঝড় বাংলায়, দক্ষিণবঙ্গে মোদি-মমতা দ্বৈরথ

Lok Sabha Election 2024: Modi-Mamata duel in Bengal, know where the meeting is

The Truth Of Bengal : নির্বাচনী প্রচারে রবিবার মেগা ঝড় বাংলায়। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় ছুটিতে দলীয় প্রার্থীদের সমর্থনে রাজনৈতিক কালবৈশাখী বইবে দক্ষিণ বঙ্গে। বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় চারটি জনসভা করবেন রবিবার। যে লোকসভা কেন্দ্রগুলিতে প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন সেগুলি হল ব্যারাকপুর, হাওড়া, হুগলি এবং আরামবাগ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আমডাঙ্গা ও উলুবেড়িয়া লোকসভার দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। হাওড়ার পাঁচলা, হুগলি চুঁচুড়া, আরামবাগের পুড়শুড়া ও ব্যারাকপুরে প্রধানমন্ত্রীর সমাবেশ।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের আমডাঙ্গা এবং উলুবেড়িয়ায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন। দুই হেভিওয়েটের সভা ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। প্রশাসনও তটস্থ থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লোকসভা কেন্দ্রগুলিতে রবিবার মেগা প্রচারে নামছেন সেখানে পঞ্চম দফায় আগামী ২০ মে নির্বাচন। প্রধানমন্ত্রী প্রথম সভাটি করবেন ব্যারাকপুরে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই একই লোকসভা কেন্দ্রের আমডাঙায় সভা করবেন। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তৃণমূলের টিকিট না পেয়ে ফের বিজেপিতে ফিরে গিয়েই গেরুয়া শিবিরের প্রার্থী অর্জুন। রবিবার ব্যারাকপুর দেখবে মোদি মমতা দ্বৈরথ।

এর আগে রাজ্যে নির্বাচনী প্রচারে এসে সন্দেশখালি ইস্যুতে সোচ্চার হয়েছিলেন প্রধানমন্ত্রী। সন্দেশখালির ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর অবশ্য বিজেপির সুর নরম হয়েছে। তৃণমূল চ্যালেঞ্জ ছুঁড়েছে রাজ্যে এসে সন্দেশখালি নিয়ে ক্ষমা চান প্রধানমন্ত্রী। অন্যদিকে এই সন্দেশখালীর ভাইরাল ভিডিও কে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সুর ছড়িয়েছেন মমতা। রাজনৈতিক ষড়যন্ত্রে বাংলাকে বদনাম করা হয়েছে বলে অভিযোগ করেছেনকরেছেন মমতা। রবিবারের মেগা সভা থেকে এই দুই হেভিওয়েট কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Related Articles