মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : গাজনের পুজো দিয়ে এই কামনা করলেন জুন মালিয়া

Lok Sabha Election 2024 : June Malia wished this by worshiping Gajan

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :-  চৈত্র মাসের শেষে চলছে শিবের গাজন ! আর সেই উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এ বাবা চন্দনেশ্বর মন্দিরে সর্বসাধারণের মঙ্গল কামনায় পুজো দিলেন মেদিনীপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া।

বৃহস্পতিবার চৈত্র মাসের শেষে গাজন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এ বাবা চন্দনেশ্বর মন্দিরে সর্বসাধারণের মঙ্গল কামনায় পুজো দিলেন মেদিনীপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। সেখানে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। এরপর মন্দিরের ভক্তাদের সাথেও কথা বলেন তিনি।

এই কর্মসূচিতে তৃণমূল প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, যুব নেতৃত্ব অসিত পাল, ছাত্র সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ দাঁতন-১, ২ ও মোহনপুর ব্লকের যুব সভাপতি তরুণ দাশ, বিপ্লব বেরা, সুমন নায়েক ও তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব সৌমেন ঘোষ, সুমন সরকার প্রমুখ।

 

Related Articles