মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : জুন মালিয়ার রিপোর্ট কার্ড, কি আছে জানুন রিপোর্ট কার্ডে?

Lok Sabha Election 2024 : June Malia report card, know what is in the report card?

The Truth Of Bengal :  শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:-  হাতে এখনো কুড়িটা দিন বাকি রয়েছে। আর তার আগেই মেদিনীপুর লোকসভার প্রার্থী তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া তার রিপোর্ট কার্ড প্রকাশ করলেন। এদিন তিনি জেলার ফেডারেশন হলে এক বৈঠকের মধ্য থেকে রিপোর্ট কার্ড প্রকাশ করেন।

সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এদিন প্রার্থী জুন মালিয়া বলেন, “তিনি এই তিন বছরে এই মেদিনীপুর বিধানসভার জন্য একগুচ্ছ কাজ করেছেন। যার বেশিরভাগটাই গ্রামের উপর ভিত্তি করে। তার কাজের মধ্যে রয়েছে বিভিন্ন সেতু নির্মাণ, রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণ, বাতিস্তম্ভ এবং যাত্রী প্রতীক্ষালয় সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে তার বিধায়িকা কোটায় টাকা খরচা করেছেন তিনি।

Related Articles