মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : কাঠফাটা রোদকে উপেক্ষা করে নদিয়ায় চলছে জোর কদমে ভোট প্রচার

Lok Sabha Election 2024 : In spite of the scorching sun, campaigning is going on vigorously in Nadia

The Truth Of Bengal : নদিয়া,মাধব দেবনাথ :  তীব্র দাবদহের মধ্যেও রানাঘাট লোকসভা কেন্দ্র ও নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে চলছে জোর কদমে ভোট প্রচার। একদিকে ১৪৪ ডিগ্রি সেলসিয়াস কখনো আবার ৪২° ডিগ্রি সেলসিয়াস, এরই মাঝে মাথার ঘাম পায়ে ফেলে রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ফোঁটাও জায়গা ছাড়তে নারাজ প্রত্যেক দলের প্রার্থীরা।

রবিবারও সকাল থেকে গোটা নদীয়া জেলায় তীব্র দাবদাহ থাকার কারণে একদিকে গা জ্বলনী গরম, অন্যদিকে ৪৩ ডিগ্রিr আশেপাশে রৌদ্রের তাপমাত্রা। আর এই তীব্র গরম কে উপেক্ষা করেও নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারীর সমর্থনে নির্বাচনী জনসভা করতে নদীয়ার দত্তপুলিয়ার গার্লস স্কুলের ময়দানে আসছেন আমাদের অন্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সকাল থেকেই গোটা মাঠ চত্বর মুড়ে রাখা হয়। বেলা বারোটা বাজতেই অসংখ্য কর্মী সমর্থকরা মিছিল করে সভামঞ্চের দিকে এগিয়ে আসে। তৃণমূল নেতৃত্ব দের দাবি, এই জনসভায় দু’লক্ষ মানুষের সমাগম হবে। এক প্রকার বলা যেতেই পারে জন প্লাবনে পরিণত হবে এই জনসভা।

যদিও গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল প্রাক্তন জগন্নাথ সরকার। তৃণমূলের দাবি এবার ভোটে টিকতে পারবে না বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। মতুয়াদের সাথে সাথে বেইমানি করেছে জগন্নাথ। সূত্রের খবর আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা থেকে বেশ কিছু অন্যান্য দলের নেতৃত্ব তৃণমূলের যোগদান করতে পারে। তবে এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি কে কে যোগদান করতে চলেছে। যদিও এখন শুধু সময়ের অপেক্ষা এই জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন।

Related Articles