Lok Sabha Election 2024 : প্রচারে বেরিয়ে যা করলেন ঘাটালের বিজেপি প্রার্থী? দেখে অবাক সকলে
Lok Sabha Election 2024 : Ghatal's BJP candidate did the campaign? Everyone was surprised

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- লোকসভা নির্বাচন যত এগিয়ে আছে ততই প্রচারে ভিন্ন কায়দায় মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছে রাজনৈতিক দলের প্রার্থীরা। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ভোট প্রচারে বেরিয়ে মাঠে নেমে ধান কাটলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। কথা বললেন এলাকার চাষীদের সাথে। এলাকার মানুষদের সুবিধা-অসুবিধা বোঝার চেষ্টা করলেন তিনি।
তার বক্তব্য ও কৃষকদের কষ্ট শুধুমাত্র বিজেপি সরকারই বোঝে তাই কৃষকদের জন্য যা কিছু করেছে কেন্দ্র সরকার রাজ্য সরকার শুধুমাত্র প্রচার করে যাচ্ছে। হিরনের বক্তব্য তার পরিবার কৃষক পরিবার তাই কৃষকের কষ্টও তিনি বোঝেন আর বর্তমান সময়ে কৃষকরা কি অবস্থায় আছে তা বোঝার জন্যই প্রায় ৪৪ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়েও ধান কাটতে মাঠে নামেন। এভাবেই কেশপুরের চাষীদের মন জয় করার চেষ্টা করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ!