Lok Sabha Election 2024 : চড়া রোদ উপেক্ষা করেই চলছে এসইউসিআই প্রার্থীর প্রচার
Lok Sabha Election 2024 : Campaigning for SUCI candidates is going on despite the scorching sun

The Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী ও প্ৰিয় মুখার্জী, জয়নগর : গরমের মধ্যে শুধু আমি নই আমাদের কর্মীরাও রয়েছেন। সুস্থ থাকার একটা উপায় হচ্ছে এই সময় শুধু ওআরএসের জল, নুন চিনি জল এবং অত্যন্ত সাদাসিধা খাবার, বিশেষত সহজ পাচ্য জলজো খাবার এবং ফলমূল খাওয়া।
আগে যে অবস্থা ছিল সেই অবস্থা পুনরুদ্ধারের বিশেষ সম্ভাবনার মধ্যে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কৃতকর্ম এবং বিজেপির কৃতকর্ম, এ দুটোই হচ্ছে দুর্নীতির শিরোমনি। একজন যদি ছোট ডাকাত হয় আর একজনকে বড় ডাকাত বলে সহজেই চিহ্নিত করা যায়। কোটি কোটি পুঁজিপতিদের টাকা ইলেক্টোরাল বন্ডের মধ্যে দিয়ে নিয়ে একজন প্রথম হয়েছে বিজেপি অন্যজন দ্বিতীয় হয়েছে তৃণমূল। ফলে ভোট ফুরালে এর পরিনাম হচ্ছে জিনিসের দাম বাড়বে গ্যাসের দাম বাড়বে বিদ্যুতের দাম বাড়বে স্বাস্থ্য পরিষেবার খরচ বাড়বে সমস্ত কিছুর দাম বাড়বে। হলে এর বিরুদ্ধে আমরা যখন মানুষের কাছে বলছি এবং গণ আন্দোলনকে শক্তিশালী করার জন্য বলছি তখন জনগণের কাছ থেকে একটা বিপুল সাড়া পাচ্ছি।
মানুষের মধ্যে যে ভাবান্তর, জাত নয় ভাতের দাবিতে যে আমরা লড়ছি, লড়াই যে মানুষের বিকল্প, সেক্ষেত্রে আমরা ১০০ শতাংশ আশাবাদী যে মানুষ এই লড়াইয়ের পক্ষে ভোট দেবে। মানুষ দেখছে দিচ্ছে ৫০০ বা ১০০০ টাকা আর কোটি কোটি টাকা নিজেদের পকেটে পুরছে,এটা চোখের সামনে দেখছে তাই মানুষের মধ্যে এই ভাবান্তর আমরা লক্ষ্য করছি এবং মানুষ আমাদের পক্ষে একশো শতাংশ ভোট দেবে বলে আমরা আশাবাদী।