Lok Sabha Election 2024 : সৃজনের দেওয়াল লিখনে কালির ছিটে, উত্তেজনা যাদবপুরে
Lok Sabha Election 2024 : Ink splashes on the walls of creation, excitement in Jadavpur

The Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী ও প্ৰিয় মুখার্জী, সোনারপুর :- যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ। কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেয়াল লিখন এর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমন ছবি।
জানা যায়, যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে রাতের অন্ধকারে কেউ বা কারা কালি লাগিয়ে দেয়। আবার কোথাও দেওয়াল মুছে দিয়ে কেউ নিজেদের দলীয় প্রার্থীর হয়ে দেয়াল লিখন করেন। এই ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায়। আর এই অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে।
সিপিএমের অভিযোগ, “রাজ্যের শাসক দল তৃণমূল এইভাবে জোর করে দেওয়াল দখল করার চেষ্টা করছে।” তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌর পিতা মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ” এই ওয়ার্ডে সিপিএমের দেওয়াল লিখনের মত কর্মী নেই। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।” অন্যদিকে সিপিএমের বক্তব্য, ” দীর্ঘদিন ধরেই এই দেওয়াল গুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচি প্রচার করে থাকেন।”