হিরণের কটাক্ষের পাল্টা দেব, কী বললেন তৃণমূল প্রার্থী ? জানুন
I will respond to Hiron's sarcasm, what did the Trinamool candidate say? get to know

The Truth Of Bengal: ঘাটাল, পশ্চিম মেদিনীপুর:- সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। কিছুদিন আগেই বিজেপি প্রার্থী হিরণ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নানান মন্তব্য করেছিলেন। এবার সেই সমস্ত কটাক্ষের পাল্টা জবাব দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।
হিরণকে উদ্দেশ্য করে দেব বলেন, “এভাবে আর যাই হোক ঘাটাল লোকসভায় জেতা যাবে না। হয়তো কিছু ভোট পেয়ে পারে, কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রে জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে। আপনি সন্ত্রাসের রাজনীতি, মৃত্যুর রাজনীতি, চুরি, ইডি, সিবিআই এইসব নিয়ে রাজনীতি করতে গেলে বিশ্বাস করুন, আপনি গোহারান হারবেন। ”
সম্প্রতি খড়গপুর-২ ব্লকের পপরআড়াতে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। যা নিয়ে দেবকেই নিশানা করেন হিরণ। তিনি বলেন, ” এই মৃত্যুর রক্ত দেবের হাতে লেগে রয়েছে। ” এরপর দেব বলেন, “আপনারা কি আমার মুখ থেকে কখনো কোন হিংসার কথা শুনেছেন ? আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, এটা আমার গর্ব। আমি এটা বিশ্বাস করি। আজকে আমি চাইলেই পাল্টা হিরনকে নিয়ে বলতে পারি, কিন্তু আমি ব্যক্তি আক্রমনে যায় না। আমার মনে হয় এই দোষটা শুধু প্রার্থীর না যারা ভোট দিচ্ছেন তাদেরও। ভোট দেবেন না, দেখবেন তারপর দিন থেকে সবকিছু চেঞ্জ হয়ে যাবে।” দেব আরও বলেন, “কুকথা তো শুধুমাত্র বিজেপির নেতারা না তৃণমূলের নেতারা ও বলছেন। আমি শুধু বিজেপির কথা বলছি না আমি সবার কথা বললাম। আমি সবার বিরুদ্ধে বলছি, দেশটাকে তো বাঁচাতে হবে।”