Lok Sabha Election 2024 : “বীরভূমে আমি নিখোঁজ ! এমন পোস্টার এখনও পড়েনি” কেন এরুপ মন্তব্য তৃণমূল প্রার্থীর ?
Lok Sabha Election 2024 : "I am missing in Birbhum! Haven't seen such a poster yet" why Trinamool candidate?

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : “আমি সিনেমার জগৎ থেকে এসেছি সিনেমার অভিনেত্রী হয়ে। সিনেমাকে সম্মান দিয়ে অভিনেত্রী হয়েছি। ভালোবাসার জায়গা থেকে রাজনীতির জায়গা নিয়ে সাংসদ হয়েছি। কিন্তু সাংসদ হয়ে শতাব্দী রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম পোস্টার লাগাতে দেওয়া হয়নি। সাংসদকে দেখতে পাওয়া গেছে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায়। গত বছরে আমি এমপি-ল্যাড খরচ করার জন্য ভারতবর্ষের তৃতীয় স্থান অধিকার করেছি। স্বচ্ছতার সাথে খরচ করেছি পার্লামেন্টে, এরকম নয় যে সাংসদের অনশন করেছি কি আমি গোয়াতে ঘুরে বেড়িয়েছি শুটিং করছি, তা হয়নি কিন্তু। ১০০ পার্সেন্টের মধ্যে ১ পার্সেন্ট হয়নি। কেন ওই ১ পার্সেন্ট দলের নির্বাচন ছিল সেই কারণে আমাকে যেতে হয়েছিল ৯৯% আমি কিন্তু উপস্থিত ছিলাম।” এমনই প্রতিক্রিয়া দিলেন বীরভূম লোকসভার তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়।
সোমবার সিউড়ির একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে বীরভূম জেলার শিক্ষা সেলের সংগঠনের ডাকা বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এরূপ মন্তব্য করেন। এছাড়াও তিনি বলেন, “আমি সংসদে বীরভূমের কথা বলেছি, ব্রিজের কথা থেকে শুরু করে হাটজন বাজার, রেল ওভার ব্রিজ দুবরাজপুর দুবরাজ পুরের বাইপাস রাস্তা তৈরি নিয়েও কথা বলেছি পার্লামেন্টে”।
এদিকে একাধিক ট্রেন কোভিডের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। সেগুলি আবার পুনরায় চালু করার জন্য পার্লামেন্টে দাবি রেখেছিলেন তিনি। এরকম ভাড়া কমানোর দাবি রেখেছি । এরপর তিনি আরও বলেন, “আমি করেছি কেন করেছি সাধারণ মানুষের কথা ভেবে। আমি করেছি বলে আমি বলতে পারছি। যেগুলো করতে পারি আমি সেগুলি করেছি মিনিস্টারের ঘরে গিয়েও বলে আমি কি করেছি। সেই গল্পগুলো করছি না আমি যেগুলো সত্যি করেছি সেগুলি মানুষের জন্য স্বপেক্ষে আমি বলছি। আপনারা যখন ভোটের জন্য প্রচারে যাবেন তখন আমাদের বলতে সুবিধা হবে। আপনাকে যেন কেউ প্রশ্ন না জানো কেন ভাই আবার শতাব্দি রায় সংসদ হবে ও কি করেছে আমাদের জন্য। আপনি ভোট দিন কি না দিন তখন আপনি মুখের সামনে বলতে পারবেন সাংসদ কি কি কাজ করেছে? জন সাপেক্ষে তুলতে পারবেন বলেই তাই জন্যই এই কর্মসূচিতে বলা এমনই বক্তব্য রাখলেন কর্মীদের উদ্দেশ্যে। কারণ দেখা গেছিল বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বেশ কিছু এলাকায় সাংসদ শতাব্দী রায়কে প্রশ্নের পর প্রশ্নের উত্তর দিতে দিতে তার মুখ ব্যথা হয়ে যায়। সেই কারণে কর্মীদের উদ্দেশ্যে তিনি এরূপ বার্তা দিলেন ।”