Lok Sabha Election 2024: রবিবাসরীয় সকালে প্রচারে ব্যস্ত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন
Lok Sabha Election 2024: CPIM candidate for Jalpaiguri Lok Sabha Constituency Debraj Barman is busy campaigning on Sunday morning

The Truth Of Bengal: জলপাইগুড়ি: সাত সকালেই রবিবাসরীয় প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। রবিবার সকালেই তিনি ধূপগুড়ি পৌরসভার ৭ নং ও ১১ নং ওয়ার্ড এলাকায় প্রচার চালান। এদিন তিনি এলাকার বেশ কিছু বাড়িতে যান।
পাশাপাশি পথ চলতি মানুষদের সঙ্গে কথাও বলেন। বড়দের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ চাইতেও দেখা যায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনকে। এদিন প্রচারে বেরিয়ে ধূপগুড়ি পৌরসভার নির্বাচন হচ্ছে না কেন সেই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, পৌর বোর্ড না থাকায় পৌর পরিষেবা ঠিকমতো পাচ্ছেন এখানকার বাসিন্দারা। পাশাপাশি তিনি বলেন যে ধূপগুড়ি কৃষিবলয় এলাকা কৃষকরা ফসলের ন্যায্য দাম পান না। এছাড়াও বেকারত্ব সহ একাধিক ইস্যুকে সামনে রেখে প্রচার চালান তিনি।
এদিন সিপিআইএম প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মমতা রায়, জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য সহ অনেকে। ধূপগুড়িতে প্রচারের পর তিনি জলপাইগুড়ি শহরে প্রচার চালাতে বেড়িয়ে যান।