মসনদের লড়াই
কড়া নিরাপত্তায় চলছে রায়গঞ্জ লোকসভা আসনের গণনা
Counting of Raiganj Lok Sabha seat is going on under tight security

The Truth Of Bengal : রায়গঞ্জ : সত্যেন মহন্ত : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসন এর ভোট গণনা হচ্ছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজে। রায়গঞ্জে ৯৪ টা টেবিল, ইসলামপুরে ৬০ টেবিল লোকসভা কেন্দ্রের গণনা হবে। মোট ১৩ টা রাউন্ড হবে প্রতি টেবিলে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য তিন কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, একই সাথে থাকছে রাজ্য পুলিশের নিরাপত্তা বলয়। যাকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া রয়েছে গণনা কেন্দ্র।
উল্লেখ্য এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট কুড়িজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ১৭ লক্ষ ৯০ হাজার ১৫৭ জন ভোটার। এদিকে গত কাল রাত থেকে জেলা জুড়ে প্রবল বৃষ্টির ফলে আজ সকাল থেকে গননা কেন্দ্রের বাইরে জল জমে যায়।ফলে অসুবিধা সন্মুখীন হতে হয় সকলকেই।