Lok Sabha Elections 2024: বিক্ষিপ্ত অশান্তির ছায়া প্রথম দফায়, আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি
Lok Sabha Elections 2024: Cooch Behar, Jalpaiguri saw scattered disturbances in the first phase of voting

The Truth of Bengal: প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ছায়া দেখা যায় কোচবিহার,জলপাইগুড়িতে।মাথাভাঙায় তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। একজন তৃণমূলের এজেন্টকে মারধর করা হয়। মধ্য ফলিমারির একটি বুথ সংলগ্ন এলাকায় উদ্ধার হয় ৯টি তাজা বোমা। ভেটাগুড়িতে তৃণমূলের ব্লক সভাপতিকে গেরুয়া বাহিনী মারধর করে বলে দাবি তৃণমূলের।বিজেপিও পাল্টা অভিযোগ করেছে,কোচবিহারের ১৮নম্বর ওয়ার্ডে তাঁদের কর্মীর বাড়ি ভাঙচুর করে তৃণমূল কংগ্রেস।কমিশনের তরফে জানানো হয়েছে,বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে প্রায়া ৭৮ শতাংশ। সারা দেশের ১০২ কেন্দ্রের মতোই নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে রাজ্যের ৩ কেন্দ্রে প্রথম দফার নির্বাচনের ব্যবস্থা করে কমিশন। মোটের ওপর কোচবিহার,জলপাইগুড়ি,আলিপুরদুয়ারে শান্তিতে ভোট মিটলেও সীমান্তবর্তী কোচবিহারে দেখা যায়,বিক্ষি্প্ত অশান্তি। গন্ডগোল দেখা যায় জলপাইগুড়ির একাংশেও।সকালে মধ্য ফলিমারির ৪/৩৭ বুথ সংলগ্ন এলাকা থেকে ৯টি তাজা বোমা উদ্ধার হয়।
এলাকাবাসীর অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকেই বোমাবাজি হয়েছে এলাকায়। দিনের আলো ফোটার পর ৯টি তাজা বোমা লক্ষ্য করেন এলাকাবাসী। পুলিশে খবর দেওয়া হলে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এ ছাড়াও ভেটাগুড়ি থেকে তাজা বোমা উদ্ধারের খবর পাওয়া গিয়েছে। কোচবিহারের মাথাভাঙা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৫/৫৩ নং গেন্দুগুড়ি বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপির সঙ্গে হাতাহাতিতে চার তৃনমূল কর্মী আহত হয়েছেন। মাথাভাঙাতেও অশান্তির ছায়া দেখা যায়।অভিযোগ,বিজেপির কর্মীরা তৃণমূলের ক্যাম্প অফিস খোলা নিয়ে ঝামেলা করে।গায়ে হাত তোলার অভিযোগ করেছেন নয়ারহাটের তৃণমূল কর্মীরা। বিজেপি একথা অস্বীকার করলেও দিনভর ছিল চাপা উত্তেজনা।
ভেটাগুরির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভেটাগুড়িতে একজন বিজেপি নেতাকে গ্রেফতার করায় ছড়ায় উত্তেজনা।বিজেপির মহিলা বাহিনী উদয়ন গুহকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখায়।এদিকে, কেন্দ্রীয় বাহিনীর বাড়াবাড়ির অভিযোগ করে সরব হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বাসুনিয়া।এছাড়া জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ির একটি বুথে বিজেপির বিধায়ক জোরকরে বুথে ঢুকতে চান বলে দাবি পুলিশের।পুলিশ বিজেপি বিধায়ককে আটকালে বেঁধে যায় ধুন্ধুমার। ভোট চলাকালীন বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ডাবগ্রাম-ফুলবাড়ির পশ্চিম ধানতলার ৩০১ নম্বর বুথ চত্বরে যান। তিনি বুথে ভোটারদের প্রভাবিত করছেন বলেই অভিযোগ।দিনভর কোচবিহার আর জলপাইগুড়িতে কিছুটা অশান্তি হলেও আলিপুরদুয়ার তুলনামূলক শান্ত ছিল বলাই যায়।