পূর্ব বর্ধমানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী, শুরু রুটমার্চ
Central forces present in East Burdwan, start route march

The Truth Of Bengal, মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: লোকসভা ভোটের দিন ঘোষণার আগে থেকেই বিভিন্ন এলাকায় এসে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। এবার লোকসভা ভোটের দিন ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ১৮ই মার্চ, সোমবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের গোয়ালপাড়া, ধোবা, চরগোয়াল পাড়া, পাঁচলকী,উপর হাটি সহ বিভিন্ন এলাকায় চললো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সাথে ছিলেন নাদনঘাট থানার পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও। সোমবার তারা প্রত্যেকটি গ্রামে বুথ ভিত্তিক রুটমার্চ করেন। এলাকার মানুষ জনের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় কোন সমস্যা আছে কিনা জানতে চান তারা। এছাড়াও এলাকায় কোনরকম সমস্যা হলে সাথে সাথেই পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে এদিন বলে যান তারা।