মসনদের লড়াই

Lok Sabha Election 2024: নির্বাচনের আগে প্রচারে ব্যস্ত বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী শর্মিলা সরকার

Lok Sabha Election 2024: Candidate of Burdwan East Lok Sabha constituency Sharmila Sarkar is busy campaigning before the election

The Truth Of Bengal: সামনেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট প্রচারে ব্যস্ত। মঙ্গলবার সকাল সকাল বর্ধমান জেলার পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ড‌: শর্মিলা সরকার কাটোয়া, কালনা বিভিন্ন জায়গায় ভোট প্রচার শুরু করলেন।

সূত্রের খবর, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ড‌: শর্মিলা সরকার কাটোয়া কালনা সহ বিভিন্ন জায়গায় ভোট প্রচারে যাচ্ছেন। ড‌: শর্মিলা সরকার জানান, “আমার কাছে মানুষের আশীর্বাদ আছে। মুলত প্রচারের মূল হাতিয়ার রাজ্য সরকারের উন্নয়ন বলে জানিয়েছেন তিনি।

এছাড়াও প্রচারে বেরিয়ে রাজ্য সরকারের উন্নয়ন, লক্ষীর ভান্ডা, বিধবা ভাতা, কৃষক বন্ধু সঙ্ক্রান্ত নানান উন্নয়ন মূলক প্রকল্পের কথা সাধারন মানুষের কাছে তুলে ধরবেন বলেও জানান বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার।

 

 

Related Articles