মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : বীরভূমের গুড় বাতাসার কথা এবার বিজেপি প্রার্থীর গলায়

Lok Sabha Election 2024 : Birbhum's gur batasa is now in BJP candidate's voice

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস :  সন্দেশখালী যখন পরিবর্তন হয়েছে বীরভূমে তো ছোটো ব্যাপার। বীরভূমের ট্রাডিশন পরিবর্তন হবে। বললেন বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ধর। বীরভুমে গুড় বাতাসা, বহু সাক্ষী বহন করে আনছে, বলেই মত প্রকাশ করেন বিজেপি প্রার্থী। জেলায় ভোট নির্বিঘ্নে করার জন্য নির্বাচন কমিশনকে বলা হবে জানিয়েছেন দেবাশীষ ধর। যদিও পালটা কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, বীরভূমে অভ্যুত উন্নয়ন হয়েছে। মানুষ নিজের ভোট নিজে দেয়। গনতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে। কেন্দ্রীয় বাহিনী আরও আসুক।

শুক্রবার পাথরচাপরীর দাতাবাবার মাজারে চাদর চড়ান। কড়িধ্যায় অনুকুল চন্দ্রের আশ্রমেও যান বিজেপি প্রার্থী। তারপরই সেখান থেকে তিনি হুড খোলা গাড়িতে প্রচার কর্মসূচি শুরু করেন যেখানে বলেন যেখানে প্রচার কর্মসূচি যাচ্ছি। সেখানে বিক্ষোভের অভিযোগ শুনতে হচ্ছে শতাব্দী। রায়ের কেন এরা কেন্দ্র সরকারের পাঠানো টাকার মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেয় নি, সেটাই প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। নিচু তলা থেকে উপর তলায় পাঠাতে হয়েছে তাদের টাকা এর ফলেই উন্নয়ন হয়নি মানুষ যদি এখন আমাকে যেতাম তাহলে মানুষের উন্নয়ন থাকবেই লক্ষ্য আমার।

Related Articles