Lok Sabha Election 2024 : নির্বাচনের আগে জেলায় জেলায় প্রচার শুরু রাজনৈতিক দলের
Lok Sabha Election 2024 : Before the elections, the political parties started campaigning in the district

The Truth Of Bengal : বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি:- দার্জিলিং লোকসভা নির্বাচন কেন্দ্রের বিজেপির প্রার্থী রাজু বিস্তের সমর্থনে নকশালবাড়িতে চা বাগান এলাকায় প্রচার সারলেন কেন্দ্রীয় কৃষি ও আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা।
লোকসভা নির্বাচনের ভোট প্রচারের জন্য এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল থেকে শুরু কর বিরোধী দল। দার্জিলিং লোকসভা নির্বাচন কেন্দ্রের বিজেপির প্রার্থী রাজু বিস্তের সমর্থনে নকশালবাড়িতে চা বাগান এলাকায় প্রচার সারলেন কেন্দ্রীয় কৃষি ও আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা। এদিন প্রথমে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির মাঞ্ঝা, মারাপুর ও বেলগাছি চাবাগানে চা শ্রমিকদের সঙ্গে কথা বলে ভোট প্রচার করেন মন্ত্রী।
চা শ্রমিকদের কাছে বিভিন্ন সুবিধা অসুবিধা শোনার পাশাপাশি এদিন বেলগাছি এলাকায় একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন এখানকার সমস্যা সংসদে তুলেছেন রাজু বিস্তা। চা শ্রমিকদের সমস্যা রাজ্য সরকারকে দেখা উচিত। চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকার নজর দিচ্ছে ও আগামী দিনেও দেবে। এখানকার মানুষ আবার বিজেপিকে জেতাবে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন উন্নয়ন করছে তাই মানুষ ফের বিজেপিকে জেতাবে।