Lok Sabha Election 2024: নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ ৮ জন কর্মী সমর্থকের
Lok Sabha Election 2024: Before the elections, 8 activists joined Trinamool after leaving various political parties

The Truth Of Bengal, মালদা:- লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৮ জন সদস্য। এতে স্বাভাবিকভাবেই খুশি তৃণমূলের কর্মী সমর্থকেরা। এদিকে বিরোধীদের দাবি তাদের সদস্যদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে যোগদান করিয়েছে তৃনমূল।
সূত্রের খবর, লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম এ ভাঙন। এবার সিপিএম এর প্রধান সহ ৭ জন পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগদান করলেন। কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং নির্দল মহাজোটের দখলে থাকা হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে। যদিও বিরোধীদের দাবি তাদের সদস্যদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে যোগদান করিয়েছে তৃনমূল।
হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক তৃণমূলের সভাপতি মর্জিনা খাতুনের বাংরুয়া বাসভবনে এই যোগদান কর্মসূচি হয়। সিপিএম এর প্রধান সহ বামেদের তিনজন, কংগ্রেসের দুইজন, বিজেপির দুইজন এবং নির্দলের একজন সদস্যের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন তৃনমূলের ব্লক সভাপতি মর্জিনা খাতুন। স্বাভাবিক ভাবেই পঞ্চায়েত এই মুহূর্তে শাসক দলের দখলে।
যোগদানকারীদের দাবি তারা একসময় তৃণমূলেই ছিল। যদিও বিরোধীদের অভিযোগ তৃণমূলের কিছু নেতা টিকিট না পেয়ে বিরোধী শিবিরে এসেছিল। তারা দুর্নীতি করতে না পারায় তৃণমূলে ফিরে যাচ্ছে।