মসনদের লড়াই

lok sabha election 2024: ভোট যুদ্ধে আলিপুরদুয়ার কার দাপটে? চা বলয়ে কোন পতাকা আগামীদিনে উড়বে

lok sabha election 2024: Alipurduar who is in power in the vote war

The Truth of Bengal: আলিপুরদুয়ারে দাপট কী বজায় থাকবে বিজেপির ? নাকি পদ্মের পাপড়ি খসবে ? একুশের বিধানসভা ভোটে তৃণমূলের ফল দেখে, এই প্রশ্ন বড় করে উঠছে। বিজেপির মনোজ টিগ্গাকে হারানোর ডাক  জন বার্লার। তাঁকে ঠাণ্ডা করার চেষ্টায় গেরুয়া শিবির। তবুও মিটছে না বিরোধ। এই সুযোগে  ৫বছরে বিজেপি সাংসদের ব্যর্থতা থেকে রাজ্য সরকারের শ্রমিকবন্ধু নানা পদক্ষেপ প্রচারে তুলে ধরতে তত্পর তৃণমূলের প্রকাশ চিক বরাইক। দুই শিবিরের প্রচারের সুর চড়ানোর  মাঝে  বাম-কংগ্রেস টিকে থাকার লড়াই করছে। আজকের প্রতিবেদনে উঠে এসেছে চা-বলয়ের ভোটচিত্র। উনিশে এপ্রিল প্রথম দফায় জনাদেশ নেওয়া হবে আলিপুরদুয়ারে। তাই জনতার দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল-বিজেপির প্রার্থীরা। চা বলয়ে কোন পতাকা আগামীদিনে উড়বে তা ঠিক করে দেবেন শ্রমিকসমাজ থেকে উত্তরবঙ্গের মানুষ। হিসেব নেবেন ৫বছরের কাজের। দুটি পাতা একটি কুঁড়ির জীবনছন্দে তাল মেলানো মানুষদের মন জয় করতে সব প্রার্থীই তত্পর।

কেউ ঢাক ঢোল নিয়ে, কেউ আবার পায়ে হেঁটে প্রমাণ করার চেষ্টা করছেন আমি তোমাদেরই লোক।জনতার প্রশ্ন,৫বছরে বিজেপির সাংসদ কী করেছেন? উত্তরবঙ্গ ভাগ করা বা বিচ্ছিন্নতাবাদের সুর তোলা জন বার্লাকে এবার প্রার্থী না করে বিজেপি  ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে কটাক্ষ তৃণমূলের। আর টিকিট না পাওয়া বার্লা আবার মনোজ টিগ্গাকে হারাতে পণ করেছেন। প্রচারে নামা প্রকাশ চিক বরাইকের তোপ,সাহস থাকলে ৫ বছরের রিপোর্টকার্ড দেখাক বিজেপি। কীভাবে বিদ্রোহ আর বিরোধের ড্রামেজ কন্ট্রোল করবেন মনোজ টিগ্গা ?বার্লার বাউন্স সামলানো নিয়ে সংশয়ে খাকা টিগ্গা বল ঠেলে দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টে। চা –শ্রমিকদের কাছে পৌঁছে যেতে বিজেপির চেষ্টার কোনও ত্রুটি রাখছে না।কিন্তু ৫বছরে বিজেপির সাংসদের ব্যর্থতা আর গোষ্ঠীবিরোধের কাঁটা বিঁধছে তাদের।উনিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গের মানুষ ঢেলে ভোট দেয় বিজেপিকে।৮টি লোকসভার মধ্যে ৭টিতেই ফোটে পদ্ম।এবার কী সেই বিজেপির কমল খিলানোর ডাক সাড়া ফেলবে ,নাকি অন্য কোনও ফ্যাক্টর কাজ দেবে ?চব্বিশের ভোটচিত্রে একবার নজর রাখা যাক…

এক নজরে আলিপুরদুয়ার লোকসভা

  • আলিপুরদুয়ারে রয়েছে ৭টি বিধানসভা
  • আলিপুরদুয়ার,কুমারগ্রাম,কালচিনি,ফালাকাটা
  • মাদারিহাট,বীরপাড়া,নাগরাকাটা ও তুফানগঞ্জ
  • লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৭,৭২,৮৭৭
  • পুরুষ ভোটারের সংখ্যা ৮,৮৮,৭৮৯
  • মহিলা ভোটারের সংখ্যা ৮,৮ ৪,০১৫

৭ কেন্দ্রের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিধানসভা আসনে জিতে যায় বিজেপি।কিন্তু  আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল শিবির বদল করেন। তিনি বিজেপি ছেড়ে চলে গেছেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল –বিজেপির দ্বৈরথের মাঝে ময়দানে নেমেছেন বাম প্রার্থী মিলি ওঁরাও।আরএসপি প্রার্থীর লালঝান্ডা কী সবুজ বাগান ভূমিতে খেলা করবে ?তৃণমূলের সরকারের পাট্টা বিলি থেকে মোদি সরকারের কথা দিয়ে কথা না রাখার সমালোচনায় সুর বাঁধছেন মিলি ওঁরাও। ৩৪বছরে বাম সরকারের ব্যর্থতায় বাগানে অন্ধকার নেমেছে।কেন্দ্রের বিজেপি  সরকার  প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরালেও কাজের কাজ হয়নি।এই অভিযোগ করছেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক। মোদির গ্যারান্টির বদলে মমতার গ্যারান্টিই তাঁর প্রচারের পয়লা তালিকায়।

  • একনজরে ২০১৯এর লোকসভা ভোটের ফলাফল
  • বিজেপি প্রার্থী জন বার্লা পান ৭,৫০,৮০৪ ভোট
  • তৃণমূল প্রার্থী দশরথ তিরকে পান ৫,০৬,৮১৫ ভোট
  • আরএসপির মিলি ওঁরাও পান  ৫, ৪০,১০ ভোট
  • কংগ্রেসের মোহনলাল বসুমাতা ২৭,৪২৭ ভোট

উনিশের মতোই এখানে বহুমুখী প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে।নানা রংয়ের পতাকায় বর্ণময় হয়ে উঠেছে বাগান অঞ্চল।চা শিল্পের এই আঁতুরঘরে কার জোর দেখা যাবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করবে হবে ফলাফল পর্যন্ত।

Related Articles