গ্রামাঞ্চলের পর এবার শহরতলীতে ভারী বুটের আওয়াজ, বিষ্ণুপুরে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
After the countryside, now the sound of heavy boots in the suburbs, the route march of central forces began in Bishnupur

The Truth Of Bengal : কৈলাস বিশ্বাস , বাঁকুড়া : গ্রামাঞ্চলের পর এবার শহরতলীতে ভারী বুটের আওয়াজ। মন্দির নগরী বিষ্ণুপুরে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সাথে উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
আগামী ২৫শে মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। ভোট প্রচারে ময়দানে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি, ভোট যতই কাছে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে। অন্যদিকে শক্ত হাতে নির্বাচন কমিশন। প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী দ্বারা রুট মার্চ চলছে। জেলার প্রত্যন্ত গ্রাম গুলির পাশাপাশি এবার মন্দিরনগরী শহর বিষ্ণুপুরেও কেন্দ্রীয় বাহিনী জোয়ান দ্বারা রুট মার্চ করতে দেখা গেল। কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের সাথে পা মেলান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কথা বললেন এলাকার সাধারণ মানুষের সাথে। এদিন শহরের মাধবগঞ্জ, কৃষ্ণগঞ্জ, চকবাজার, কলেজ রোড সহ বিভিন্ন ওয়ার্ডে রুট মার্চ করে কেন্দ্র বাহিনী।
বিষ্ণুপুরের SDPO সুপ্রকাশ দাস জানান এটা আমাদের নির্ধারিত নিয়ম আছে ভোটের আগে আমরা সেন্ট্রাল ফোর্সকে নিয়ে সাধারণ মানুষকে আত্মবিশ্বাস যোগানোর জন্য রুট মার্চ করে থাকি।