রাজ্যের খবরশিক্ষা

নিটের রেজাল্টে বাংলা থেকে কারা পেল সাফল্য

Who got success from Bengal in neet results

The Truth Of Bengal:  সর্বভারতীয় স্তরে রাজ্যের জয়জয়কার । রাজ্যের নাম উজ্জ্বল করল বঙ্গের ৩ কৃতি ছাত্র । মেডিক্যালের প্রবাশিকা নিটে (ইউজি) পরীক্ষায় ৭২০ নম্বর পেয়ে যাবে, প্রথম স্থান অধিকার করে ৬৭ জনের মধ্যে জায়গা করে নিল রাজ্যের তিন ছাত্র।  আর তিনজন  সাফল্য পাওয়া ছাত্রের নাম হল মুর্শিদাবাদের রূপায়ণ মন্ডল, সল্টলেকের অর্ঘ্যদীপ দত্ত এবং শিলিগুড়ির সক্ষম আগারওয়ালের নাম রয়েছে। তারা সকলেই দিল্লির এমসকেই পাখির চোখ রেখেছে। মঙ্গলবার ২০২৪ এর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টি ফল প্রকাশ হয়েছে। আর সেই ফল প্রকাশে প্রথম স্থানাধিকার  করেছে এই রাজ্যের তিনজন। যার মধ্যে  দুইজন সরকারি ও একজন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়া। আর তাদের এই সাফল্য এক আলাদা মাত্রা যোগ করেছে ।

মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের ছাত্র রূপায়ণ মন্ডলের স্বপ্ন পাশাপাশ তার ইচ্ছে রয়েছে দিল্লির এইমসে পড়াশোনা করার। এছাড়াও বহরমপুরে ডন বসকো স্কুলের থেকে মাধ্যমিক পাস করার পরেই রুপায়ন চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে বলে স্থির করেন। তিনি জানান দিনে সাত ঘন্টা ঘুমোন ও দু’ঘণ্টা খেলা ধুলো ছাড়া  বাকি সময়টা পড়াশোনা নিয়েই থাকতেন। পাশাপাশি এই বছর নিটে প্রথম স্থানে থাকা হিন্দু স্কুলের ছাত্র অর্ঘ্যদীপ ২০২৪ এর উচ্চমাধ্যমিকের মেধার তালিকায় অষ্টম স্থান অধিকার করেন । অর্ঘ্যদীপ জানান, সর্বভারতীয় র্যাঙ্কে এক হওয়ায় তিনি খুব খুশি। তবে তিনি এই ফলাফল তিনি আশা করেছিল।  তিনি জানেন এই পরীক্ষা দিয়ে এসে নিটের ‘অ্যানসার কি’র সঙ্গে নিজের উত্তর গুলো মিলিয়ে দেখেছিলেন তিনি। তাতে তার প্রাপ্ত নম্বর উঠেছিল ৭২০র মতন। এছাড়াও অর্ঘ্যদীপের কথায় তার এই রেজাল্টের জন্য যথেষ্ট খুশি হচ্ছে। এত পড়াশোনা করার পরেই এই রেজাল্ট হয়েছে।  অর্ঘ্যদীপ চান দিল্লির এমস থেকে এমবিবিএস করতে ‌।

এমবিবিএস করার পর তিনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণাও করতে চান। এছাড়াও , শিলিগুড়ির নির্মাণ বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র সক্ষম জানিয়েছেন, দ্বাদশের পাশাপাশি নিটের জন্যও সমানতালে প্রস্তুতি নিচ্ছিলেন। সক্ষমের বাবা চেতনকুমার আগরওয়াল বলেন, “ছেলের সাফল্যে আমরা খুব খুশি। খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল।”  পাশাপাশি দেশের সেরা একশোর মধ্যে রয়েছে রাজ্যের আরও এক কৃতি ছাত্র।৯৯.৯৮৭৩১৪ পার্সেন্টাইল পেয়ে অরিন্দম চৌধুরির সর্বভারতীয় র‌্যাঙ্ক ৮৬। এ বছর রাজ্য থেকে নিটে অংশগ্রহণ করেছিলেন ১ লক্ষ ১৬ হাজার ১১০ জন। তাঁদের মধ্যে সফল হয়েছেন ৬৩ হাজার ১৩৫ জন। ভালো ফল করেছে দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্রছাত্রীরাও ।

Related Articles