দেশশিক্ষা

পিএইচডিতে ভর্তি নিয়মে বড় বদল আনল ইউজিসি

UGC Admission Rules

The Truth of Bengal: পিএইচডিতে ভর্তি নিয়মে বড় বদল আনল ইউজিসি। এখন থেকে পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে ইউজিসি নেট পরীক্ষার নম্বরই ভর্তির মাপকাঠি হিসাবে বিবেচ্য হবে। বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলির নিয়ামক সংস্থা ইউজিসি।

এতদিন বছরে ২ বার করে সর্বভারতীয় পরীক্ষা হতো। পাশ করলে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হতেন। এবার তা থাকছে না। এবার থেকে পরীক্ষার ফলকে তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটেগরিতে পাশ করলে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য হওয়া যাবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়া প্রার্থীরা একটি ইন্টারভিউর পরেই পিএইচডিতে ভর্তির সুযোগ পাবেন।

দ্বিতীয় ক্যাটেগরিতে থাকা পরীক্ষার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ ছাড়াই পিএইচডির ভর্তির জন্য এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তৃতীয় ক্যাটেগরিতে পিএইচডিতে ভর্তির জন্যই যোগ্য হিসাবে বিবেচিত হবেন। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই ঠিক হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পিএইচডিতে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের নেট পরীক্ষার ‘স্কোর’ দেখা হবে।

কীভাবে ক্যাটেগরি ভাগ করা হবে, সেই সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ইউজিসি। জানা গিয়েছে, গ্রেডে যারা ওপরের দিকে থাকবেন তারা প্রথম ক্যাটেগরিতে থাকবেন। দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির জন্য নেট পরীক্ষার নম্বর থেকে ৭০ শতাংশ ও ইন্টারভিউ থেকে ৩০ শতাংশ নম্বর নেওয়া হবে।  তার ভিত্তিতে পিএইচডি-তে ভর্তি হওয়া যাবে। শিক্ষা ব্যবস্থায় এতদিনের নিয়মে বড় বদল আনল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

Related Articles