কলকাতাশিক্ষা

সময় বদল উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার

Time change for higher secondary and secondary exams

The Truth of Bengal: উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগের সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর সময় ছিল দুপুর ১২ টা এবং শেষ হওয়ার সময় ছিল দুপুর ৩ টে ১৫ মিনিটে। তবে এই সময়সূচিতে বড় পরিবর্তন করা হল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, দুপুর ১২টার অনেক আগেই শুরু হয়ে যাবে পরীক্ষা।

প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে এবং চলবে দুপুর ১টা পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার সময়ও বদলে গেল। বৃহস্পতিবার এই ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে,আগে সকাল ১১.৪৫ মিনিটে পরীক্ষা শুরু হত। এবছর থেকে পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষাগুলো শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। ২ ঘণ্টার পরীক্ষা শেষ হবে বেলা ১১টা ৪৫ মিনিটে।এই সময় বদলের প্রকৃত কারণ পর্যদ কিংবা সংসদের তরফে এখনও জানানো হয়নি। আগামী ১৭ ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার সূচি বা রুটিনে কোনও বদল হচ্ছে না।

Related Articles