শিক্ষা
Trending

অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী মুখ লুকোবে সূর্যমামা, কেন এই বিরল ঘটনা ?

The world will be covered in darkness, the sun will hide its face, why is this a rare event?

The Truth Of Bengal : সোমবার  আপনি বলে উঠতে পারেন,  রোদের দেখা নেই। সূর্যিমামা মুখ লুকোলে স্বভাবতই নামবে অন্ধকার।দিনের বেলায় আলোর দেখা মিলবে না। চাঁদ সূর্যকে গ্রাস করে ফেলবে মোট ৪মিনিট ২৮ সেকেন্ড। বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পারে বিশ্বের নানা অংশের মানুষ।তবে পুরোপুরি আঁধার ঢাকা চারিপাশ দেখা যেতে পারে উত্তর আমেরিকায়। তাও আবার কয়েক ঘন্টার জন্য। মূলতঃ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই সূর্য গ্রহণের প্রভাব বেশি থাকবে। আমেরিকার ১৪টি রাজ্যের মতোই কানাডাতেও এই গ্রহণের প্রভাব পড়বে। তবে এই সূর্য গ্রহণ অন্যান্য বছরের মতো হওয়া  সাধারণ সূর্যগ্রহণ নয়। এটি একটি বিরল গ্রহণ, যেখানে সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে আলোর উত্স  সূর্য। অন্ধকার হয়ে যাবে পৃথিবী। তাই জ্যোর্তিবিজ্ঞানীরে একে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ বলছেন। ৫১ বছর বাদে প্রথমবার এই ঘটনা ঘটতে চলেছে।

বিজ্ঞানীরা আরও  জানিয়েছেন, ৮ এপ্রিল রাত ৯টা ১২ মিনিট থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে। মধ্য রাত ১ টা ২৫ মিনিট অবধি স্থায়ী হবে সেই গ্রহণ।   গ্রহণ চলাকালীনই একটা সময়ে চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে। চাঁদ, সূর্য ও পৃথিবী একই সমান্তরাল রেখায় থাকায়, সূর্যের আলো দেখা যাবে না। ৩.২ কোটি মানুষ এই গ্রহণের প্রভাব চাক্ষুষ করতে পারবেন।

ভারতে আশা করা হচ্ছে রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আপনি গ্রহণের ব্যতিক্রমী দৃশ্য চাক্ষুষ করতে পারবেন।এই দৃশ্য যাতে আমজনতা দেখতে পারেন সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা  সংস্থা   নাসা লাইভস্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছে।

Free Access