প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল, নিজের ফোনেই দেখতে পারবেন কোন ওয়েবসাইটে দেখা যাবে ?
The result of secondary examination has been published, you can see it on your phone, which website can you see it?

The Truth Of Bengal : বৃহস্পতিবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। ২০২০ এ, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। চলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফল। যে সব ওয়েবসাইটে পরীক্ষার ফল জানতে পারবেন যাবে সেগুলি হল— wbbse.wb.gov.in, wbresults.nic.in, wb10.abplive.com, www.indiaresults.com, www.results,shiksha (মোবাইল অ্যাপ: Madhyamik Results 2024), Fastresult.in (মোবাইল অ্যাপ: Fastresult), https://iresults.net (মোবাইল অ্যাপ: https://iresults.net/wbbse-app/), www.Jagranjosh.com, https://www.indiatoday.in/education-today, Bangla.hindustantimes.com, timesofindia.indiatimes.com/education, www.indianexpress.com, https://www.tv9bangla.com, Sangbadpratidin.in।
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরদিনই, শুক্রবার বেরোবে চলতি বছরের মাদ্রাসা পরীক্ষার ফল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ শুক্রবার হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল প্রকাশ করবে। পরীক্ষার ৭৪ দিনের মাথায় ফল প্রকাশ হবে।
সকাল ১০টা থেকে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুল কর্তৃপক্ষের হাতে বিতরণ করা হবে মার্কশিট ও শংসাপত্র। বৃহস্পতিবারই মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট ও শংসাপত্র হাতে পেয়ে যাবে। তবে এবার লোকসভা ভোটের জন্য ৮টি মহকুমার ক্যাম্প অফিস পাল্টে ফেলেছে পর্ষদ। এবার নয়া ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণ করা হবে।
গত বছর মাধ্যমিকে পাশের হারে শীর্ষে ছিল পূর্ব মেদিনীপুর, সেখানে পাশের হার ছিল ৯৬.৮১%। পাশের হারে কলকাতা ছিল ৩ নম্বরে। কলকাতায় পাশের হার ছিল ৯৩.৭৫%।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা পর্ষদ শুক্রবার দুপুর ২টো নাগাদ আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশ করবে। দুপুর আড়াইটে নাগাদ অনলাইনে পরীক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন www.wbbme.org, www.wbresults.nic.in ও www.exametc.com ওয়েবসাইট মারফত।