আগামী সপ্তাহে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস,একাদশ-দ্বাদশ মিলিয়ে হবে ৪টি সেমিস্টার
The new syllabus of higher secondary will be published next week

The Truth of Bengal: আগামী সপ্তাহে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস। চলতি বছর থেকেই একাদশে সেমিস্টার পদ্ধতি চালুর ঘোষণা উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের। একাদশ-দ্বাদশ মিলিয়ে হবে ৪টি সেমিস্টার। তবে আর হবে না উচ্চমাধ্যমিকের টেস্ট। উচ্চমাধ্যমিকে বদল: দিল্লি বোর্ডের আগেই নয়া এই পদ্ধতি ঘোষণা করেছে রাজ্য। প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। প্রায় ১১ বছর পর বদল হচ্ছে সিলেবাস। একইসঙ্গে বদলে যাচ্ছে পরীক্ষা পদ্ধতিও। এবার সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্য়মিক।
একইভাবে একাদশের পরীক্ষাও হবে এই পদ্ধতিতেই। সংসদ সূত্রে খবর, একাদশের পরীক্ষা নেবে স্কুল। তবে সেক্ষেত্রে মানতে হবে সংসদের গাইডলাইনআগেই সেমিস্টার পদ্ধতির কথা ঘোষণা করেছিল সংসদ। দিনকয়েক আগে বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে বলা হয়, ২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের মার্চে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম ব্য়াচ সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে। তার আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে কার্যকর হবে দুই সিমেস্টার পদ্ধতি।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, কোন সিলেবাসে, কীভাবে পরীক্ষা, জানানো হবে বৃহস্পতিবার। দিল্লি বোর্ডের আগেই নয়া এই পদ্ধতি ঘোষণা করেছে রাজ্য। প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। প্রায় ১১ বছর পর বদল হচ্ছে সিলেবাস। বিজ্ঞানের সিলেবাস খুব একটা পরিবর্তন করা হয়নি। কমার্সে আধুনিক বিষয়ের সংযোগ, যেমন জিএসটি বাংলা ইংরেজির প্রায় সব পদ্য ও গদ্য পরিবর্তন। ইতিহাস থেকে বাদ পড়েছে পুরাণের একটি বড় অংশ নতুন সিলেবাসে আধুনিক ইতিহাসে বেশি গুরুত্ব।