শিক্ষা

এগিয়ে এল সিবিএসই বোর্ডের পরীক্ষার শেষ দিন

CBSE board exam

The Truth of Bengal,Mou Basu: ফেব্রুয়ারি ও মার্চে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। কিন্তু আচমকাই পরীক্ষার সূচিতে বদল আনল সিবিএসই বোর্ড। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা যেদিন শেষ হওয়ার কথা ছিল তা এগিয়ে আনা হয়েছে।

আগের সূচি অনুযায়ী, ২১ মার্চ শেষ হওয়ার কথা ছিল দশম শ্রেণির পরীক্ষার। এখন তা এগিয়ে আনা হয়েছে। ১৩ মার্চ শেষ হবে দশম শ্রেণির পরীক্ষা। ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ও ২ থেকে ১৩ মার্চ হবে দশম শ্রেণির পরীক্ষা।

দ্বাদশ শ্রেণির পরীক্ষা আগে শেষ হওয়ার কথা ছিল ৫ এপ্রিল। এবার পরীক্ষা শেষ হবে ২ এপ্রিল। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। ২টি পরীক্ষাই সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলবে।

Related Articles