শিক্ষা

Success Story : মধ্যবিত্ত পরিবারের ব্রততীর আইএএস হওয়ার লড়াইয়ের গল্প জানুন

Success Story: Learn the story of a middle-class family's struggle to become an IAS

The Truth Of Bengal : একাগ্রতা আর কঠোর পরিশ্রম হল সাফল্যের চাবিকাঠি। সাফল্যের শিখরে পৌঁছতে গেলে কঠোর পরিশ্রম করতেই হয়, এর কোন শর্টকাট হয় না। হ্যাঁ, মনে অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব সেটা আবারও প্রমাণ করে দেখালেন কৃতি ছাত্রী ব্রততী। নিজের চেষ্টায় ইউপিএসসিতে ৩৪৬ এ র‍্যাঙ্ক করে পরিবারের  নাম উজ্জ্বল করলো এই মেধাবী ছাত্রী। মেয়ের সাফল্যে অত্যন্ত আনন্দিত পরিবার।

উত্তর ২৪ পরগনা জেলার কৃতি ছাত্রী ব্রততী। বাবা গৌরহরি দত্ত। পেশায় একজন চিকিৎসকের কম্পাউন্ডার। আর মা রাজ্য সরকারের অধিনে কর্মরতা। নিজের স্বপ্ন পুরনের জন্য অনেক কষ্ট করতে হয়েছে তাকে। ছোটবেলায় ব্রততী হাবড়ার বানীপুরে নবোদয় বিদ্যালয়ে সাত বছর ধরে পড়াশোনা করেন। এরপর তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যায় স্নাতকের পর তিনি ওড়িশার ভুবনেশ্বরে চলে যান এগ্রিকালচার অ্য়ান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে কৃষিবিদ্যা নিয়ে স্নাতকের জন্য। এতকিছুর মধ্যেও তিনি তাঁর স্বপ্নকে ভুলে যাননি। তখনও তিনি স্বপ্ন দেখতেন একজন সর্বভারতীয় স্তরে আমলা হওয়ার।

স্নাতকোত্তরে পড়াশুনো করার সময় অর্থাৎ ২০২১ সালে তিনি UPSC পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি নেন। পশ্চিমবঙ্গ সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে পড়াশুনো করতে করতেই তিনি সেখান থেকে UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তিনি। এই সেন্টারে পড়ার জন্য তাকে রীতিমত পরীক্ষাও দিতে হয়েছিল। তারপর আর থেমে না থেকে নিজেকে রোজ একটু একটু করে তৈরি করতে শুরু করলেন। অবশেষে আসে বিরাট সাফল্য। UPSC তে ৩৪৬ স্থান অর্জন করেন উত্তর ২৪ পরগনার ব্রততী দত্ত। এই বঙ্গ কন্যার সাফল্যে অত্যন্ত আনন্দিত তাঁর পরিবার সহ গোটা বাংলা। মধ্যবিত্তদের কাছে ব্রততী হল এক অনবদ্য উদাহরণ।

 

Related Articles