UPSC তে সাফল্য মেদিনীপুরের কৃতি ছাত্র ইন্দ্রাশিষের
Success in UPSC belongs to Midnipur student Indrasish

The Truth Of Bengal: মনে অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব সেটা আবারও প্রমাণ করে দেখালেন মেদিনীপুর শহরের কৃতি ছাত্র ইন্দ্রাশিষ দত্ত। বারবার ব্যর্থ হয়েও অবশেষে সারা ভারতের ইউপিএসসিতে ৯৪ তে র্যাঙ্ক করে জেলার নাম উজ্জ্বল করলো এই মেধা ছাত্র। ছেলের সাফল্যে অত্যন্ত আনন্দিত পরিবার।
মেদিনীপুর শহরের বার্জ টাউন নামক এলাকায় অবসরপ্রাপ্ত কর্মচারী গুরুপদ দত্ত এবং কৃষ্ণা দত্তের দুই ছেলে। তার মধ্যে বড় ছেলে চিকিৎসক, আর ছোট ছেলে ইন্দ্রাশিষ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে মাধ্যমিক এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 2011 সালে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় বসে 35 তম স্থান অধিকার করেন। এরপর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর কিছুদিনের মধ্যেই মেডিকেল ছেড়ে আইআইএসসি ভর্তি হন।
এরপর সবকিছু ছেড়ে অবশেষে ২০১৮ সালে বিশ্বের অন্যতম জটিল পরীক্ষা অর্থাৎ ইউপিএসসি পরীক্ষায় বসেন। কিন্তু ব্যর্থ হন তিনি। বহু ব্যর্থতার পরেও হাল ছাড়েনি তিনি। অবশেষে সর্বভারতীয় স্তরে ৯৪ তে রেংক করে তাপ লাগিয়ে দেন এই মেধাবী ছাত্র। ইন্দ্রার শেষের মতে, ” বাংলার ছেলেমেয়েদের মধ্যেও উপর, বিহারের ছেলেমেয়েদের মতো সম প্রতিভা রয়েছে। শুধুমাত্র সঠিক সচেতনতার অভাবে বাংলার ছেলেমেয়েদের মধ্যে সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনার আগ্রহ দেখা যায় না। তাই সঠিক সচেতনতা ও গাইড করলে বাংলার ছেলে মেয়েরাও সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করে অনায়াসে ক্যারিয়ার গড়তে পারবে। ”
FREE ACCESS