রাজ্যের খবরশিক্ষা

ড্রপআউট কমছে! স্কুলমুখো হচ্ছে পড়ুয়ারা

Student Dropout

The Truth of Bengal: বাড়ির আঙিনা থেকে শিক্ষাঙ্গনে পড়ুয়াদের টেনে আনার জন্য বাংলার সরকার একাধিক শিক্ষাসহায়ক প্রকল্প নেয়। শিক্ষাশ্রী, কন্যাশ্রী,ঐক্যশ্রীর মতো প্রকল্প,লেখাপড়ার প্রটি আগ্রহ বাড়িয়েছে ছাত্র-ছাত্রীদের।কিন্তু কোভিডকালে সেই শিক্ষার গতিতে ধাক্কা লাগে।তবুও বাংলা অনলাইন ক্লাসের মাধ্যমে বিকল্পের দিশা দেখায়।দেখা যায়,সারা দেশে ড্রপআউট বাড়লেও পশ্চিমবঙ্গে ড্রপ আউট বাড়ার বদলে কমে চলেছে।

এরমাঝেও কিছু জায়গায় দেখা যায়, স্কুল থাকলেও পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা কিছুতেই বাড়ানো যাচ্ছে না।সেরকমই একটি স্কুল হল, ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া সামসেরগঞ্জের ভাষাইপাইকর বিদ্যালয়।বর্তমানে এই স্কুলের সংখ্যা ৯৩২৭জন।সম্প্রতি প্রচারের জেরে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির স্কুলের পড়ুয়ার সংখ্যা বেড়েছে।আগে ৫ থেকে ৬% ছাত্র -ছাত্রী স্কুলে আসছিল,  এখন তা বেড়ে হয়েছে ১৫ থেকে ২০% শতাংশ।

স্কুলের প্রধান শিক্ষকের দাবি, লম্বা গরমের ছুটির পর পঞ্চায়েত ভোট, দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। এর জেরে অনেকেই স্কুলে আসার আগ্রহ হারিয়েছিল।এখন ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েছে বলে তিনি জানান। জনশিক্ষার প্রসারে বাংলার প্রশাসনের আন্তরিক ভূমিকা আর মাস্টারমশাইয়ের দরদ,সবমিলিয়ে রাজ্যের শিক্ষায় উজ্বল ছবিটা সামনে আনছে।আশা,.সীমানায় থাকা স্কুল গুলো এভাবেই ঘুরে দাঁড়িয়ে শিক্ষায় ছাপ রাখবে বলে আশায় শিক্ষামহল।

Related Articles