
The Truth of Bengal,Mou Basu: আগামী ১০ ডিসেম্বর চলতি বছরের প্রাথমিক টেট অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাস দুয়েক আগে ১৪ সেপ্টেম্বর থেকেই আবেদনপত্র পূরণ করা শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে আবেদনপত্র পূরণ প্রক্রিয়া শুরু হয়েছে। টেটে বসতে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট “https://www.wbbprimaryeducation.org” গিয়ে আবেদন করতে পারবেন। ৪ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করা যাবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। ওবিসি-এ আর ওবিসি-বি ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের আবেদন ফি ৪০০ টাকা। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা।
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট () যেতে হবে।
২) হোমপেজে (Application for Teacher Eligibility Test-2023 (TET-2023) লিঙ্কে ক্লিক করতে হবে
৩) একটি আলাদা বক্স খুলে যাবে। সেখানে নিজের ইমেইল আইডি আর মোবাইল নম্বর দেবেন। ওটিপি আসবে, ওটিপি নম্বর লিখে সাবমিট করে দিতে হবে।
৪) পার্সোনাল ডিটেইলস ফর্ম পূরণ করতে হবে। এখানে চাকরিপ্রার্থীর নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, মোবাইল নম্বর, ইমেইল আইডি, লিঙ্গ, আধার কার্ডের নম্বর ও মাতৃভাষা, তা জানাতে হবে। আপনি যদি PWD শ্রেণিতে পড়েন তাও সিলেক্ট করতে হবে।
৫) পার্সোনাল ডিটেইলস বা ব্যক্তিগত তথ্যের পর অ্যাড্রেস ডিটেইলস বা বিশদ ঠিকানা দিতে হবে চাকরিপ্রার্থীদের। সেখানে বাড়ির নম্বর, গ্রাম বা রাস্তার নাম, ডাকঘর, মহকুমা, থানা, জেলা, রাজ্য ও পিনকোড লিখতে হবে।
৬) এরপর এডুকেশনাল ডিটেইলস বা শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন বোর্ড থেকে দিয়েছেন, পাশ করেছেন কোন বছর, পাশের নম্বর শতাংশের হিসেবে দিতে হবে। একইরকম ভাবে স্নাতক স্তরের তথ্যও দিতে হবে।
৭) এরপর ডিএলএড, বিএলএড অথবা ডিএড কোর্স সম্পর্কিত তথ্য দিতে হবে। কোর্সের ধরণ, এগজামিনশন বডি, পাশ করেছেন না প্রশিক্ষণ নিচ্ছেন, পাশ করে থাকলে কোন বছরে পাশ করেছেন। এসব তথ্য জানাতে হবে।
৮) এরপরের ধাপে নথিপত্র আপলোড করতে হবে। এখানে চাকরিপ্রার্থীর সই, ছবি, আধার কার্ডের নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক প্রশিক্ষণের নথিপত্র আপলোড করতে হবে। সব নথিপত্র আপলোড হয়ে গেলে Save and draft option এ ক্লিক করতে হবে। কোনো তথ্য এডিট করতে চাইলে “Declaration” অপশনে ক্লিক করে Submit and pay অপশনে ক্লিক করতে হবে।
৯) এরপর আবেদন ফি জমা দিয়ে পুরো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। একটি রেজিষ্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ড আসবে। এটা যত্ন করে রেখে দিন। অ্যাডমিট ডাউনলোড করার সময় রেজিষ্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
কারা বসতে পারবেন চলতি বছরের টেটে?
প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র সেকেন্ডারি বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর নিয়ে পাশ করলে আর ২ বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অথবা সিনিয়র সেকেন্ডারি বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর ও ৪ বছরের বিএলএড অথবা সিনিয়র সেকেন্ডারি বা সমতুল্য পরীক্ষায় ৫০% নম্বর নিয়ে পাশ করলে আর ডিপ্লোমা ইন এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন) অথবা স্নাতক আর ২ বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করা থাকলে আবেদন করতে পারবেন। ডিএলএড/বিএলএড/ ডিএড কোর্স করছেন, চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন কিন্তু ফল বেরোয়নি এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
পরীক্ষায় প্রথম ভাষা হিসাবে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া আর তেলগু নেওয়া যাবে। দ্বিতীয় ভাষা থাকবে ইংরেজি।