শিক্ষা
Trending

OMG!নতুন ২ প্রজাতির সামুদ্রিক মাছের সন্ধান পেলেন ভারতীয় বিজ্ঞানীরা, কোথায় পেলেন খোঁজ, কী নাম নতুন মাছের

OMG! Indian scientists discovered 2 new species of marine fish, where did they find it, what is the name of the new fish?

The Truth Of Bengal,Mou Basu: মৎস্যপ্রিয় বাঙালিদের জন্য সুখবর। নতুন ২টি সামুদ্রিক মাছের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। এদের আগে কখনও দেখা যায়নি। মৎস্যজীবীদের কাছে এই ধরনের মাছ চেনা হলেও এই ২ প্রকার মাছ চেনা নয়। বিজ্ঞানীরা এই ২ নতুন মাছের দেখা পেয়েছেন বঙ্গোপসাগরের জলে। এ নিয়ে বিজ্ঞানীরাও বেশ কৌতূহলী। তামিলনাড়ুর থুথুকুডি, যা আগে তুতিকোরিন নামে পরিচিত ছিল, সেই বন্দর শহর লাগোয়া সমুদ্রে এই ২ নতুন ধরনের মাছের খোঁজ মিলেছে। এগুলি নিডল ফিশ বা সুই মাছ প্রজাতির।

তবে চেনা নিডল ফিশের চেয়ে আলাদা এরা। এই মাছ খেতেও ভাল। তার পুষ্টিগুণও অনেক। বাজারে কেজিপ্রতি বিক্রি হয় ৪০০ টাকা করে। বিজ্ঞানীরা সেই নিডল ফিশেরই ২ নতুন প্রজাতির খোঁজ পেলেন। ICAR- Central Marine Fisheries Research Institute (CMFRI) এর বিজ্ঞানী ই এম আব্দুসসামাদের তত্ত্বাবধানে গবেষক টোজি থমাস এই গবেষণা করেন। জিনগত ও মলিকিউলার পরীক্ষা ও ট্যাক্সোনমিক পরীক্ষা করে নয়া ২ প্রজাতির মাছের বিষয় নিঃসন্দেহ হন তাঁরা। ২ নয়া প্রজাতির মাছের বৈজ্ঞানিক নাম ‘Ablennes joseberchmansis’ ও ‘Ablennes gracalii’।

বিজ্ঞানীদের আরও অভিমত, নিডল ফিশের চাহিদা এমনিতেই বেশি। ২ নতুন ধরনের নিডল ফিশ বাজারে এলে তাও বিক্রি হবে সমানতালে। এতে মৎস্যজীবীরা আর্থিক দিক থেকে অনেকটাই লাভবান হবেন।

Related Articles