মাধ্যমিকের পরীক্ষার ফলে সন্তুষ্ট না? রিভিউ ও স্ক্রুটিনি করাতে চান? দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ
Not satisfied with the results of secondary exams? Want to be reviewed and scrutinized

The Truth of Bengal: ২রা মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তবে পরীক্ষার ফলে অনেক পড়ুয়া সন্তুষ্ট হয় না। সেজন্য রিভিউ ও স্ক্রুটিনি করে। ১৮ মে ২০২৪ পর্যন্ত এই স্ক্রুটিনি-রিভিউ করার জন্য আবেদন করতে পারবে। তারপর আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, www.wbbsedata.com ওয়েবসাইটে স্ক্রুটিনি ও রিভিউ সংক্রান্ত সব তথ্য রয়েছে। সেখানে ইনস্ট্রাকশন ট্যাব রয়েছে। সেখানে ক্লিক করলেই নিয়ম জানা যাবে। পর্ষদ আরও জানিয়েছে, যারা পাশ করেছে তারা স্ক্রুটিনি করতে পারবে।
অকৃতকার্য ছাত্র বা ছাত্রীকে এক একটি বিষয় রিভিউ করতে পারবে। বিষয় প্রতি তাদের দিতে হবে ১০০ টাকা। স্ক্রুটিনি-রিভিউর জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে সাদা পাতায় লিখে আবেদন করতে হবে। সেখানে ফি দিতে হবে। সঙ্গে মার্কশিটও দিতে হবে। বোর্ড ম্যানুয়ালি কোনও দরখাস্ত নেবে না। অনলাইনে দরখাস্ত নেওয়ার কোনও ব্যবস্থা নেই। কেবল মাত্র স্কুলই অনলাইনে আবেদন করতে পারবে। স্কুলের কোনও ছাত্র বা ছাত্রী এককভাবে আবেদন করতে পারবে না।