দেশশিক্ষা

ইসরোর মুকুটে জুড়ল নয়া পালক, চাঁদে মহাকাশচারী স্থাপনের এক ধাপ এগল ইসরো

New feather added to ISRO's crown, ISRO takes a step forward to put astronauts on the moon

The Truth Of Bengal :  ISRO এর মুকুটে জুড়ল নয়া পালক। ISRO এর প্রধান এস সোমনাথ ঘোষনা করেছেন, চাঁদে মহাকাশচারী স্থাপনের আরো এক ধাপ কাছাকাছি। তিনি আরো জানান, চন্দ্রযান- ৪ এর মাধ্যমে ২০৪০ সালের মধ্যে চাঁদে একজন মহাকাশচারী অবতরণ করবে, এমনি উচ্চাকাঙ্ক্ষা ভারতের।

সম্প্রতি একটি প্রেস কনফারেন্স চলাকালীন সোমনাথ জানান, ” ভারতের গবেষণাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চন্দ্রযান-৪ হল একটি তাৎপর্যপূর্ণ উপাদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ করা লক্ষ্য অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে একজন ভারতীয়কে চাঁদে অবতরণ করানোর প্রচেষ্টা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই লক্ষ্য পূরণের আশায় ঝাঁপিয়ে পড়েছে গোটা ইসরো সংস্থা।”

ISRO এর প্রধান এস সোমনাথ জানান, ” চন্দ্রযান-৪ হল একটি ধারণা যা আমরা এখন চন্দ্রযান সিরিজের ধারাবাহিকতা হিসেবে বিকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেছিলেন ২০৪০ সালে একজন ভারতীয় চাঁদে অবতরণ করবে। ইতিমধ্যেই আমরা তার প্রচেষ্টা শুরু করে দিয়েছি। আর চন্দ্রযান-৪ হল সেই লক্ষ্যের ই প্রথম ধাপ। এই চন্দ্রযানের কাজ হবে চাঁদের মাটিতে অবতরণ করে পাথরের নমুনা সংগ্রহ করে দেশে নিয়ে আসা। সেই পরিকল্পনা মাফিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।”

সোমনাথ ইসরোর বিভিন্ন প্রকল্পের পোর্টফলিও রূপরেখা দিয়েছেন, রকেট এবং স্যাটেলাইট উদ্যোগ থেকে শুরু করে প্রযুক্তি উন্নয়ন প্রচেষ্টা। মহাকাশ অনুসন্ধান এবং প্রযুক্তির অগ্রগতির জন্য ইসরো এর বহুমুখী পদ্ধতির ওপর জোর দিয়ে বিভিন্ন ডোমেনে চলমান প্রকল্পগুলির উল্লেখযোগ্য বর্ণনা করেছেন।

প্রসঙ্গত, মোট তিনটি দেশ অর্থাৎ আমেরিকা তার অ্যাপোলো অভিযানে, সোভিয়েত ইউনিয়ন তার লুনা অভিযানে এবং চিন তার চ্যাং অভিযানের মাধ্যমে এই কাজ করতে সক্ষম হয়েছে। সুতরাং এমতাবস্থায় যদি ভারত এই কাজ করতে সফল হয় তাহলে চতুর্থ দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে ভারত। চন্দ্রযান -৪ এর উৎক্ষেপণ সফল করতে বিজ্ঞানীরা যে বিষয়গুলিকে মাথায় রেখে এগোচ্ছে তা হল-

১) চাঁদের মাটিতে নিরাপদ ভাবে পৌঁছানো।
২) চাঁদের মাটিতে অবতরণের পর নমুনা সংগ্রহ করে তা সংরক্ষণ করা।
৩) চাঁদের মাটিতে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ চালানো।
৪) একটি মডিউল থেকে অন্য মডিউলে নমুনা পাঠানো।
৫) সমস্ত কাজ সম্পন্নের পর অবশেষে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে দেশের মাটিতে ফিরে আসা।
এখনও পর্যন্ত ইসরোর তরফ থেকে উৎক্ষেপণের কোন দিনক্ষণ ঘোষণা করা না হলেও, খুব শীঘ্রই এর দিনক্ষণ ঘোষণা করা হবে এমনটাই সূত্রের খবর।

Related Articles