বাংলা বিরাজ জগতে, বিশ্বের কোথায় কোথায় হয় বাংলা ভাষার চর্চা ?
In the world where Bangla prevails, where in the world is Bengali language practiced?

The Truth Of Bengal : পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের নয়, ভারত উপমহাদেশেই বিভিন্ন রাজ্যে বাংলা ভাষার চর্চা রয়েছে । এমনকি বিদেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে বাংলা নিয়ে পড়াশোনার সুযোগও রয়েছে । ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় । ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে স্বীকৃতি পায় । স্বীকৃতির পাওয়ার পর ২০০০ সালে ২১ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় । মাতৃভাষার জন্য তাদের রক্তক্ষয়ী ইতিহাস স্মরণ করেই এই দিনের আয়োজন। সেই প্রস্তাব গ্রহন করেছিল অন্যান্য সদস্য দেশগুলি। তার ফলস্বরূপ ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় ।
- কেন পালন করা হয় ২১ ফেব্রুয়ারি ?
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে সরকারি ভাষা করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে চার ছাত্র নিহত হন । এরপর ১৯৯৯ সালে ইউনেস্কো ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের সম্মানের জন্য মাতৃভাষার গুরুত্বের স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর সারা বিশ্বে নানা কর্মকাণ্ড ও অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়ে আসছে। জাতিসংঘও এই দিবসটি উদযাপনকে সমর্থন করে এবং এর সদস্য দেশগুলোকে ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিকতার প্রচারে উৎসাহিত করে।
উল্লেখ্য , ভারতে শুধু পশ্চিমবঙ্গে নয়, বিভিন্ন রাজ্যেই বহুল প্রচলিত ভাষা বাংলা। ত্রিপুরায় প্রধান ভাষা বাংলা। তারপরই বলতে হয় সিকিমের কথা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও আছে প্রচুর বাঙালি রয়েছে । এছাড়াও অসমে প্রচলনের দিক থেকে দ্বিতীয় স্থানেই রয়েছে বাংলা। এবং মেঘালয়ে খাসি এবং গারোর পরই তৃতীয় স্থানে রয়েছে বাংলা। ছত্তীসগড়ে হিন্দি এবং ওড়িয়া ভাষার পরেই তৃতীয় স্থানে রয়েছে বাংলা। ঝাড়খণ্ডেও বহু মানুষ বাংলাবাসী। এছাড়াও দিল্লি, হরিয়ানা, বিহার, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুরে বহু সংখ্যক মানুষের মাতৃভাষা বাংলা।
Free Access