২০২৪-২৫ থেকে শিক্ষাবর্ষে বদল, বছরে দুবারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা
Higher secondary examination will be held twice a year

The Truth of Bengal: এবার থেকে দু’বারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । প্রথমটি নভেম্বরে, দ্বিতীয়টি মার্চে। দুটি সিমেস্টারে উচ্চ মাধ্যমিকের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের মার্চে প্রথম ব্য়াচ সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে। তার আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে কার্যকর হবে দুই সিমেস্টার পদ্ধতি।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিমেস্টারভিত্তিক সিলেবাস খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে আপলোড করা হবে। এখন উচ্চ মাধ্যমিক হয় শুধুমাত্র দ্বাদশের সিলেবাসের ভিত্তিতে এবং বছরে একবার। করোনাকালে দিল্লি বোর্ডগুলি বছরে দু’বার পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চালু করেছিল। এবার রাজ্যের উচ্চ মাধ্যমিকে পাকাপাকিভাবে বছরে দু’বার পরীক্ষা হবে।
দুটি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। সিমেস্টারের পূর্ণমান কী হবে, তা জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শিক্ষামহলের একাংশ মনে করেন, বছরে একবার ৩ ঘণ্টার পরীক্ষায় পড়ুয়ার সার্বিক মূল্যায়ন পুরোপুরি সম্ভব নয়। তাই বছরে দু’বার পরীক্ষা হলে সংশোধনের সুযোগ পাওয়া যাবে। এই ভাবনার প্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রস্তাব গিয়েছিল রাজ্য সরকারের কাছে। অবশেষে স্কুল শিক্ষা দফতর, সেই প্রস্তাবে অনুমোদন দিল।