উচ্চ শিক্ষার অভাবনীয় উন্নতি হচ্ছে বাংলায়, গুণমাণের কথা তুলে ধরে বার্তা ব্রাত্য বসুর
Higher education is improving tremendously in Bengal, the message of Bratya Bose highlights the quality

The Truth Of Bengal : মানবসম্পদের বিকাশ ঘটাতে গেলে শিক্ষার প্রসার জরুরি। বাংলার সরকার একথা মনে করছে।তাই প্রাথমিক শিক্ষার মতোই উচ্চ শিক্ষাতেও যাতে এই রাজ্য এগিয়ে যায়,সেজন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে।একথা আরও একবার স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।তাঁর মতে,উচ্চ শিক্ষায় লক্ষ্যণীয় উন্নতির জন্য ধারাবাহিক পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে।
সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতোই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিচ্ছে।সেজন্য উচ্চ শিক্ষা লাভের প্রতি এই রাজ্যের পড়ুয়াদের বাড়তি আগ্রহ তৈরি হচ্ছে বলেও শিক্ষামন্ত্রী মনে করছেন। বাংলার মেধাবী ও মননশীল পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষার সোপানে পা রাখতে পারেন সেই লক্ষ্যে স্কলারশিপের মতোই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে বলে ব্রাত্য বসু জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো এই রাজ্যে উচ্চশিক্ষার পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি।সরকারি প্রতিষ্ঠানের মতোই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নতুন কিছু আবিষ্কার ,গবেষণায় নতুন দিশা দেখানো বা অ্যাকাডেমিক স্তরে মেধা-মুন্সিয়ানার সার্বিক উন্নতির জন্য উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।তাই যৌথভাবে এই শিক্ষার সম্পদ সৃষ্টির কাজ তরান্বিত করা যাবে বলেও আশা প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।